
রাজ্যের একটি জেলায় প্রধানমন্ত্রী পোষন (PM Poshan) প্রকল্পের আওতায় চাকরিতে শূন্যপদ থাকায় নিয়োগ করা হবে। এই নিয়োগের বিস্তারিত তথ্য সহ একটি অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রথমেই জানিয়ে দিই এই নিয়োগটি হুগলি জেলাতে করা হবে। তবে পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আবেদন জানানো যাবে। তবে এই চাকরির জন্য যোগ্যতার বিষয়টি বিশেষভাবে লক্ষনীয়। নিচে থেকে চাকরি সংক্রান্ত সমস্ত কিছুই এক এক করে আমরা জানিয়ে দিয়েছি।
যে সমস্ত পদে নিয়োগ হবে
(1) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট (Assistant Accountant)
(2) MDM কো-অর্ডিনেটর (MDM Coordinator)
মোট শূন্যপদের সংখ্যা
(1) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট
এখানে মোট 7 টি শূন্যপদ আছে।
(2) MDM কো-অর্ডিনেটর
এখানে মোট 1 টি শূন্যপদ আছে।
নিয়োগকারী সংস্থা
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (DM) অফিসের পক্ষ থেকে জারি করা হয়েছে নিয়োগের এই বিজ্ঞপ্তিটি। এখানে পিএম-পোষণ (PM-POSHAN) প্রকল্পের অধীনে কর্মী নিয়োগ করা হবে।
দরকারি যোগ্যতা
(1) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট
এখানে আবেদন করতে গেলে, আবেদনকারীকে অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক হতে হবে। সঙ্গে সরকারি অফিসের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের অন্তত 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(2) MDM কো-অর্ডিনেটর
এক্ষেত্রে প্রার্থীকে অবসরপ্রাপ্ত WBCS(Exe) অফিসার হতে হবে।
বয়সসীমা
(1) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট
এখানে 65 বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
(2) MDM কো-অর্ডিনেটর
এখানে 65 বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতনের পরিমান
(1) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট
এক্ষেত্রে কর্মীদের প্রতি মাসে 11,000 টাকা বেতন দেওয়া হবে।
(2) MDM কো-অর্ডিনেটর
এই পদের জন্য কর্মীদের প্রতি মাসে বেতন বাবদ দেওয়া হবে 18,000 টাকা।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কেবলমাত্র ইন্টারভিউ এবং 10 মিনিটের একটি টাইপিং টেস্টের উপর প্রার্থীর পারফরম্যান্স দেখে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
ইন্টারভিউয়ের স্থান- Gatidhara Meeting Hall, 2nd Floor of New Administrative Building, Chinsurah, Hooghly.
ইন্টারভিউয়ের তারিখ- 16/03/2023
ইন্টারভিউয়ের সময়- সকাল 10.30 টা থেকে দুপুর 12.30 pm টা পর্যন্ত ইন্টারভিউ হবে।
আবেদনের সময়সীমা
এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, তাই আলাদা করে প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। 16/03/2023 তারিখে সকাল 11 টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ওই দিন সকাল সাড়ে 10 টা এর মধ্যে আপনাকে ইন্টারভিউ কেন্দ্রে গিয়ে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করতে হবে।
ইন্টারভিউয়ের দিন যা যা নিয়ে যেতে হবে
(1) ইন্টারভিউয়ের দিন আপনাকে আবেদনপত্র এবং নিজের প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে। এর জন্য সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করে নিতে হবে। নিচের লিঙ্কে ক্লিক করে এটি ডাউনলোড করতে পারবেন।
(2) আবেদনপত্রটি প্রিন্ট করে নিজের যাবতীয় তথ্য, যেমন: নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি, ঠিকানা, কর্ম অভিজ্ঞতা ইত্যাদি তথ্য দিয়ে সাবধানে পূরণ করে ফেলতে হবে।
(3) এরপরে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে ফর্মের মধ্যে নিজের একটি সিগনেচার করে দেবেন।
(4) সবশেষে, আবেদনপত্রটি একটি খামে মুড়ে রাখুন। ইন্টারভিউয়ের দিন এই খামটি নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যান।
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
আরো চাকরির আপডেট 👇👇
💡 কলকাতা বন্দরে SDTM পদে চাকরি
💡 ভারতীয় রেলে ৩ লক্ষ শূন্যপদের ঘোষনা!
💡 দেশজুড়ে জাতীয় মিউজিয়ামগুলিতে নিয়োগ