আপনি কি রেশন দোকানের ডিলারশিপ নেওয়ার কথা ভাবছেন ? তাহলে আপনার জন্য সুখবর। রাজ্যের সবকটি ব্লকে/ মিউনিসিপ্যালিটিতে নতুন রেশন দোকানের ডিলারশিপ নেওয়ার জন্য আবেদন শুরু হলো। কিভাবে এই রেশন ডিলারশিপের জন্য আবেদন করতে হবে, রাজ্যের কোন কোন এলাকায় এই নতুন রেশন দোকান খোলা হবে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে…..
নতুন রেশন দোকানের ডিলারশিপ নেওয়ার আবেদন কিভাবে করবেন ?
কিভাবে নতুন রেশন দোকানের ডিলারশিপ এর জন্য আবেদন করতে হবে নিচে ধাপে ধাপে দেওয়া হলো…
১ম ধাপ : অবশ্যই প্রথমে আপনাকে রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যদি আপনি সরাসরি মোবাইল ফোন দিয়ে আবেদন করতে চান তাহলে অবশ্যই ফোনের ব্রাউজার টিকে ডেস্কটপ মোডে খুলবেন।
২য় ধাপ : তারপর বাঁদিকে PDS Licensing অপশনে ক্লিক করবেন।
৩য় ধাপ : এরপর সবথেকে নিচে থাকা Apply For New Fair Price Shop অপশনে ক্লিক করবেন।
৪র্থ ধাপ : এরপর আপনার কাছে থাকা মোবাইল নাম্বার দিয়ে Get OTP তে ক্লিক করবেন এবং ওটিপি আসলে Proceed অপশনে ক্লিক করবেন।
৫ম ধাপ : এখন নতুন রেশন দোকান খোলার আবেদন ফর্ম অর্থাৎ APPLICATION FOR NEW FAIR PRICE SHOP(FPS) এই পেজটি সামনে ওপেন হবে।
৬ম ধাপ : এরপর Search By District অপশনে আপনার জেলা সিলেক্ট করতে হবে।
৭ম ধাপ : এরপর নিচের দেওয়া অপশন থেকে আপনার কাংখিত ব্লকের একদম ডানদিকে Apply Now বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং আপনার সমস্ত তথ্য পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :