রাজ্যে সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, তাড়াতাড়ি আবেদন করুন -WB VBD Supervisor Recruitment

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যে ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকারের অধীনস্থ সরকারি দপ্তর। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ বিভাগে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সরকারি চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেননা। যে সকল চাকরি প্রার্থী VBD বিভাগে চাকরি করতে ইচ্ছুক এবং আগ্রহী তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ,আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল। WB Supervisor Recruitment 

কীভাবে আবেদন করবেন : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অনলাইন আবেদন করতে পারবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অথবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। 

কী কী ডকুমেন্টস লাগবে : 

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. জাতিগত সংশয় পত্র 

4. পাসপোর্ট সাইজের ছবি 

5. আধার বা ভোটার কার্ড 

ALSO READ :   রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি, সরাসরি নিয়োগ করা হচ্ছে | WB School Education Department Recruitment

6. অন্যান্য জরুরি ডকুমেন্টস 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করবেন তাদের নিয়োগ করা হবে বেশ কয়েকটি স্টেপের মাধ্যমে। প্রথমে একাডেমিক স্কোর তারপর অভিজ্ঞতা এবং তারপর কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদন ফী : আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফী হিসেবে জমা করতে হবে 100 টাকা এবং সংরক্ষিতদের জন্য আবেদন ফী হিসেবে 50 টাকা জমা করতে হবে। আবেদন ফী জমা করার পর আবেদন ফী পত্র প্রিন্ট আউট বের করে তা আবেদন করার সময় আপলোড করতে হবে। আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট নিয়োগের ঠিকানায়। অফিসিয়াল নোটিশ থেকে ঠিকানা দেখে নিবেন। 

পদের নাম : টেকনিক্যাল সুপারভাইজার ( Technical Supervisor) 

শিক্ষাগত যোগ্যতা : বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে গ্রেজুয়েট পাশ করতে হবে অথবা একাদশ ও দ্বাদশ স্তরে বায়ো সায়েন্স থাকতে হবে। 

এছাড়াও প্রার্থীর দুচাকার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এছাড়াও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার থাকতে হবে। 

আবেদনের তারিখ : আবেদন করতে পারবে 31-03-2023 পর্যন্ত। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন –

ALSO READ :   WBP Sub-Inspector Recruitment: পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পার্সোনালিটি টেস্টের তারিখ প্রকাশিত! জেনে নিন দিনক্ষণ

Official Notice : Click Here

★Join Telegram Channel : Click Here

★More Job News : Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top