রাজ্যে ৩০ হাজারেরও বেশি বেকারের কর্মসংস্থান! শুরু হচ্ছে World Trade Centre, বিস্তারিত জেনে নিন

World Trade Centre in West Bengal

1/9: World Trade Centre in West Bengal- কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যে তৈরী হবে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ (World Trade Centre), এর ফলে বাড়বে কর্মসংস্থান। এবার এই সিদ্ধান্তে পড়ল সরকারি শীলমোহর

2/9: 21 শে মার্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কর্তৃপক্ষের সাথে মার্লিন গ্রুপের একটি মউ স্বাক্ষরিত হয়েছে কলকাতায়। বিধাননগরে এই মউ সাক্ষরিত হয়। এখানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এশিয়া প্যাসিফিক রিজিয়নের সহ-সভাপতি স্কট ওয়ান এবং মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা ও চেয়ারম্যান সুশীল মোহতা।

3/9: মুখ্যমন্ত্রী বলেছিলেন আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি শাখা তৈরি করা হবে কলকাতায়। নব দিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি এলাকায় ৩৫ লক্ষ বর্গফুট জমির উপর এই সেন্টারটি তৈরী করা হবে।

4/9: এটি তৈরিতে খরচ পড়বে প্রায় 1500 কোটি টাকা। এখানে প্রায় ত্রিশ হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। ফলে রাজ্যের বেকারত্ব বেশ খানিকটা কমবে বলে আশা প্রদান করেছে রাজ্য সরকার।

5/9: গোটা বিশ্বের মোট ১০০টি দেশে এই ট্রেড সেন্টার আছে। দেশের মধ্যে সেন্টারের সবচেয়ে পুরোনো শাখাটি আছে মুম্বাইতে। এছাড়া ভারতে সেন্টারের মোট ছয়টি শাখা রয়েছে। দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, নয়ডা ও পুণে এই ছয়টি অঞ্চলে ট্রেড সেন্টারের শাখা আছে।

ALSO READ :   রাজ্যের নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরানো হল অভিজিৎ গাঙ্গুলীকে, কেন এমন পদক্ষেপ জানুন

6/9: এবার চুক্তি স্বাক্ষরিত হবার পর কলকাতাতেই দেশের সপ্তম ট্রেড সেন্টারের শাখাটি তৈরী হতে চলেছে। এই কলকাতার শাখাটি পূর্ব ভারতে ট্রেড সেন্টারের প্রথম শাখা হতে চলেছে।

7/9: এই ট্রেড সেন্টার তৈরী হবার ফলে বাংলার মানুষের যেমন কর্মসংস্থান হবে, তেমনই বহু মাল্টিন্যাশনাল কোম্পানিও বিনিয়োগ করবে বাংলায়। সব মিলিয়ে দেশের বাণিজ্যিক মানচিত্রে একটা বড়ো জায়গা দখল করতে চলেছে পশ্চিমবঙ্গ

8/9: তৃণমূল সরকারের আমলে সরকারি চাকরিতে দুর্নীতি, সর্বত্র সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, সরকারি দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ এই সব মিলিয়ে রাজ্যের চাকরির অবস্থা তথৈবচ

9/9: সরকারি চাকরির পরীক্ষা পাশ করেও বেকার হয়ে রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে রাজ্যবাসীকে। এমতাবস্থায় ট্রেড সেন্টার তৈরী হওয়াতে সকার হবেন অনেক মানুষ, এই আশাতেই বুক বাঁধছেন রাজ্যের হাজার হাজার শিক্ষিত বেকাররা।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top