রাজ্য পঞ্চায়েত দপ্তরে GRS ও VLE পদে নিয়োগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে -WB Govt Recruitment

প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজ কিংবা নিয়োগ দুর্নীতি । পরের পর দুর্নীতিতে জেরবার রাজ্যের শাসক শিবির । লাগামহীন দুর্নীতি কাণ্ডে রাজ্যের শাসক দলকে এক যোগে নাস্তানাবুদ করে ছাড়ছে বিরোধী ডান – বাম সব পক্ষই । কিন্তু হাতে আর মাত্র এক মাস । আগামী মে মাসেই হতে পারে রাজ্য পঞ্চায়েত নির্বাচন ।  এই অবস্থায়  কিভাবে দুর্নীতির কালি মুছে ফের গ্রামীণ বাংলায় ক্ষমতার ব্যাটন নিজেদের হাতে রাখা যায় তারই আপ্রান মরিয়া চেষ্টা চাল্লাচ্ছে রাজ্যের শাসক শিবির । তবে গ্রামীণ বাংলার প্রান্তিক মানুষ সহ গোটা রাজ্যবাসীর জন্য ইতিমধ্যেই ১০০ টির ওপর জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রকল্পের কাজ দেখা শোনা এবং মানুষের দুয়ারে সরাসরি পরিসেবা পৌঁছে দিতে ইতিমধ্যেই সরকারি উদ্যোগে চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প । কিন্তু পঞ্চায়েত ভোটের মুল স্তম্ভই যে গ্রামীণ বাংলার ভোট ব্যাঙ্ক তা বিলক্ষণ জানেন তৃণমূল নেত্রী স্বয়ং । এই অবস্থায় পঞ্চায়েত ভোট কে পাখির চোখ করে এগোতে চাইছে রাজ্যের শাসক দল । 

সেই লক্ষ্যেই পঞ্চায়েত এলাকার বেকার যুবক – যুবতীদের কর্ম সংস্থানে জোর দিল রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর । এবার মাসে মাসে মোটা অঙ্কের বেতন ভিত্তিক কর্মী নিয়োগ হতে চলেছে এ রাজ্যের এক জেলায় । সম্প্রতি জেলার পঞ্চায়েত বিভাগের আওতায় প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পঞ্চায়েত ও (Panchayet &Rural Development) গ্রাম উন্নয়ন দফতরের অধীনে ।  এই মর্মে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট জেলা  এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে । তবে এই নিয়োগ প্রক্রিয়াটি জাতীয় গ্রামীণ কর্ম সংস্থান (NREGS) নিশ্চিত কর্মসূচীর অধীনে ।  পাশাপাশি  মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ হলেই উল্লেখিত পদ গুলিতে আবেদন করা যাবে । বিস্তারিত জানতে দেখে নিন নিচের প্রতিবেদনটি । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ Memo No – 75/IIIA-2/MGNREGS/P&RDD/GTA Dated – 04/04/2023 

ALSO READ :   দুই হাত দুই পা নেই! শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে CAT পরীক্ষায় সফল হলেন তরুণ

পদের নাম – 

১) গ্রাম রোজগার সহায়ক ‘ (Gram Rojgar Sahayak -GRS)

২) ভিলেজ লেবেল ইন্টারপ্রিউনার ( Village Level Enterpreneur) 

শূন্য পদ – উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা  কয়েকশো। এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার এক একটি ব্লকের জন্য একটি করে পদ সংরক্ষিত রয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা

‘ গ্রাম রোজগার সহায়ক ‘ পদের ক্ষেত্রে আবেদন কারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সায়েন্স শাখায় ফিসিক্স এবং অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । এছাড়াও আবেদনকারী কে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষতার পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশাপত্র অর্থাৎ সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে । 

‘ ভিলেজ লেবেল ইন্টারপ্রিউনার ‘ পদের ক্ষেত্রে আবেদন কারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । এছাড়াও আবেদনকারী কে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষতার পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশাপত্র অর্থাৎ সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে । 

মাসিক বেতন – 

উল্লেখিত দুটি পদের মধ্যে গ্রাম রোজগার সহায়ক পদে নিযুক্ত কর্মীকে রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর মারফৎ প্রতিমাসে ১২,০০০ টাকা এবং ভিলেজ লেবেল ইন্টারপ্রিউনার পদে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

ALSO READ :   Recruitment Scam: পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্ত চালাবে সিবিআই! জানিয়ে দিল আদালত

বয়স সীমা

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের  প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  

আবেদন পদ্ধতি – 

উল্লেখিত পদ গুলিতে আবেদন করতে গেলে আবেদনকারী  প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে । অর্থাৎ আবেদনকারী প্রার্থী যে ব্লকের বাসিন্দা তিনি সেই ব্লকের সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন । 

এ ক্ষেত্রে  আবেদনকারী প্রার্থীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রের অনুকরণে তার নিজের জীবনী পঞ্জি অর্থাৎ বায়োডাটা তৈরি করে সমস্ত ডকুমেন্টস সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে দফতরে পাঠাতে হবে  । 

প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা কাগজে টাইপ করে 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

নিজের নাম——–

বাবার নাম ———-

বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা——- 

জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স———

শিক্ষাগত যোগ্যতা————-

প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা …………………

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা———- 

ইমেল আই ডি …………………

ALSO READ :   এয়ার ইন্ডিয়াতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা

মোবাইল নম্বর ………………… 

ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রার্থীর কম্পিউটারের কাজে অভিজ্ঞতা আছে কি না তাও আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদন ফর্মের একেবারে ডান দিকে আবেদনকারী প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে। সব শেষে আবেদন ফর্মের একেবারে নিচে প্রার্থীর নিজের সই করে তা খাম বন্দি করে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে ডাক যোগে পাঠাতে হবে ।

 

আবেদন ফর্ম অর্থাৎ বায়োডাটার সঙ্গে প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেগুলি হল

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র   , ইত্যাদি

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To The Executive Director , Mahatma Gandhi NREGS, Panchayet & Rural Development, GTA , Darjeeling .  

উল্লেখিত পদ গুলিতে আবেদন জানাতে হবে আগামী ১৯ শে এপ্রিল অর্থাৎ 19/04/2024 – এর মধ্যে । 

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা – সর্বত্র চোখ রাখুন bongodhara.com – এ 

Official Notice : Download 

★Join Telegram Channel : Click Here

★More Job News : Click Here

TAG- #WB JOB# GOVT JOB #PANCHAYET & RURAL DEVELOPMENT #NREGS #EMPLOYMENT

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top