কলকাতা – ‘এর থেকে আর বেশি দিতে পারবো না , দরকার হলে আমার মুণ্ডু টা কেটে নিন ‘। মাত্র কয়েকদিন আগের কথা । বকেয়া পাওনা গণ্ডার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের উদ্দেশ্যে এমনই আক্ষেপের সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায় । কিন্তু তাঁর পরেও আন্দোলন ধর্না – অবস্থান বিক্ষোভ – অনশনের রাস্তা থেকে এক বিন্দু সড়তে নারাজ আন্দোলনরত সরকারি কর্মীরা । এমনিতেই ডি এ আন্দোলনের আবহে রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের সম্পর্ক ক্রমশ অবনতির পথে , ঠিক সেই সময়েই রাজ্য সরকারি কর্মীদের হাজিরার বিষয়ে এবার কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার ।
![]() |
তবে সরকারি কর্মীদের বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি ভঙ্গি নিয়ে রাজ্যের বিরোধী দল অবশ্য কটাক্ষ করতে কসুর করেনি । তাদের দাবি মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন , ‘খেতে দিতে পারবেনা আবার কিল মারার গোঁসাই’ । সাম্প্রতিক সরকারি কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া অবস্থান কে কটাক্ষ করে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য , তিনি তো রাজ্য সরকারি কর্মীদের ডি এ দিতে পারছেন না, অথচ সরকারি কর্মীদের কাজের বিষয়ে একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছেন বারংবার । আর তাতেই মুখ্যমন্ত্রীর ভাষণের যথার্থতা নিয়েই উঠছে প্রশ্ন । যাই হোক রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে সরকারের সঙ্ঘাতের আবহে ইতিমধ্যেই সরকারি অফিস বা দফতর গুলিতে কর্মীদের হাজিরা নিয়ে কড়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই । সরকারি সুত্রে খবর এমনটাই ।
কিন্তু কি সেই সিদ্ধান্ত ? আগামীতে যদি কোনও কর্মী তা না মানেন তাহলে ওই কর্মীকে অবশ্যই পড়তে হবে মহা বিপদে । জানা গিয়েছে , সম্প্রতি একাধিক দফতরে কর্মীদের হাজিরা সহ কাজকর্মের বিষয়টি খোদ নিজেই সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী । সরকারি একাধিক দফতরের কাজকর্ম এবং সরকারি অফিস গুলিতে কর্মীদের হাজিরা নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তখনই মুখ্যমন্ত্রী তাঁর সিদ্ধান্ত জানান সরকারি আমলা মহলে । এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সাফ কথা , এবার থেকে সরকারি দফতরগুলিতে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতা মুলক করতে হবে । যাতে কোনও কর্মী সময়ের আগে অফিস থেকে বেপাত্তা না হন পাশাপাশি সঠিক সময়ে সেই কর্মী কাজে যোগ দেন । মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত যে শুধু কথার কথা তা নয়, ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি দফতরে চালু হয়েছে কর্মীদের হাজিরার বিষয়ে ‘বায়ো মেট্রিক’ সিস্টেম বা পদ্ধতি । এই সিস্টেমে কর্মীদের আঙ্গুলের ছাপ এবং মুখের ছবি দিয়ে অফিসের ইন- আউট টাইম নির্ধারিত করা হয় ।
তবে কর্মীদের হাজিরার বিষয়ে শুধু কড়া দৃষ্টিই নয় , পাশাপাশি একাধিক দফতরের যুক্ত সরকারি কর্মীদের কাজ নিয়েও ভূয়সী প্রশংসার সুর শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় । এ বিষয়ে তিনি বলেন , কিছু দফতরের কর্মীরা খুব ভালো কাজ করছেন । এছাড়াও আন্দোলনরত সরকারি কর্মীদের উদেশ্যে তিনি বলেন, কেন্দ্র সরকারের বঞ্চনা থাকা স্বত্ব্বেও আমাদের সরকার সাধ্য মতো কর্মীদের বকেয়া পাওনা গণ্ডা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে । বিগত বাম সরকারের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন , আমাদের সরকার ক্ষমতায় এসে আমরা কর্মীদের ১০৬ শতাংশ ডি এ দিচ্ছি । যেখানে বাম সরকারের আমলে কর্মীরা পেতেন মাত্র ৩৩ শতাংশ । পাশাপাশি বাম সরকারের আমলের চেয়ে এখন ভালো কাজ হচ্ছে বলেও জানান তিনি । এছাড়াও সরকারি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন , রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এবং বেতন পরিকাঠামো এক নয় । রাজ্য সরকারের কাজ করে কেউ যদি কেন্দ্র সরকারের অনুরুপ পাওনা দাবি করেন, সেটা অনৈতিক বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী ।
কিন্তু পরিস্থিতি যাই হোক এবার থেকে মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্ত অনুযায়ী যদি রাজ্যের সমস্ত সরকারি দফতর এবং অফিস গুলিতে ‘বায়ো মেট্রিক’ হাজিরা সিস্টেম কার্যকরী হয় তাহলে কর্মীদের মুখের ছবি ও আঙুলের ছাপ দিয়ে সরকারি কর্মীদের অফিসে ‘লগ ইন”https://www.bongodhara.com/2023/03/,”লগ আউট’ করতে হবে। সরকারি কর্মীরা এর ফলে যখন তখন অফিসে আসতে পারবেন না, বা অফিস ছেড়ে যেতেও পারবেন না। সরকারি এই নিয়মে যে এবার অফিস ফাঁকি দেওয়া সরকারি কর্মীরা যে মহা বিপদে পড়তে চলেছেন তা বলাই বাহুল্য ।
written by – Somnath Pal .
আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে
TAG – #WB #GOVT #NEW SYSTEM #BIO-METRIC #CM #MAMTA BANERJEE