কথায় বলে ইচ্ছে থাকলে, উপায় হয়। কথাটি বাস্তব সত্য। তার নমুনা মিলল একেবারে হাতে নাতে । তবে নগদে নয় ব্যাংক অ্যাকাউন্টে। কন্যাশ্রী, রুপোশ্রী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড । আরও কত কি । রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শেষ হইয়াও বুঝি হইল না শেষ।
রাজ্যের সাধারণ মানের ছাত্র- ছাত্রী অর্থাৎ পড়ুয়াদের জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড তো ছিলই। মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকের গণ্ডি পার হওয়া সাধারণ মানের ছাত্র- ছাত্রীরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা তো পাচ্ছেনই এবার আরও এক ধাপ এগিয়ে মাত্র কয়েক মাস আগেই রাজ্যের সংখ্যালঘু (minority) ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ জোগানের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর মা, মাটি মানুষের সরকার চালু করেছে ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree scholarship)। কিন্তু এ শুধু ঘোষণা বা মুখের কথা নয়। যেমন ভাবনা তেমন কাজ।
ইতিমধ্যেই রাজ্যের প্রাথমিক পড়ুয়া থেকে শুরু করে স্নাতক পর্যন্ত পাঠরত সংখ্যালঘু অর্থাৎ মুসলিম , খ্রিষ্টান , শিখ, পার্সি , জৈন , বৌদ্ধ সম্প্রদায়ের ছাত্র- ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের অঙ্গ হিসাবে বার্ষিক বৃত্তি বা স্কলারশিপ দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্যের শিক্ষা দফতর সুত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি আর্থিক বছরে অর্থাৎ ২০২২-২৩ অর্থ এবং শিক্ষা বর্ষের জন্য ইতিমধ্যেই রাজ্যের সংশ্লিষ্ট স্কুল এবং কলেজের পাঠরত সংখ্যালঘু ছাত্র- ছাত্রীদের কাছ থেকে আবেদন পত্র গ্রহনের কাজ সম্পন্ন হয়েছে । এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দফতর থেকে অর্থ দফতর মারফৎ নির্দেশিকাও চলে এসেছে বলে জানা গিয়েছে। আবেদন পত্র গ্রহনের কাজ সম্পন্ন হলেই ছাত্র ছাত্রীদের অথবা তাদের পরিবারের অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথা সময়ে বৃত্তি বা স্কলারশিপের টাকা ঢুকিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে রাজ্য শিক্ষা দফতর মারফৎ। এই প্রকল্পের আওতায় সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আবেদন পত্র গ্রহনের কাজ গোটা রাজ্যের প্রত্যেক টি স্কুলে শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে এই বিষয়ে যদি কোনও ছাত্র – ছাত্রী অবগত না হন তাহলে চট জলদি নিচের প্রতিবেদন টি পড়ে নিন। নিম্ন লিখিত প্রতিবেদনে স্কলারশিপের আবেদন সহ যাবতীয় তথ্য দেওয়া হল ,
আবেদন পদ্ধতি—
স্কলারশিপ বা বৃত্তি প্রদানের জন্য আবেদনের বিষয়ে অধ্যয়নরত স্কুল কিংবা মাদ্রাসা কর্তৃপক্ষ সমস্ত ছাত্র ছাত্রীকে অবগত না করলে সরকারি ওয়েব সাইটে https://wbmdfcscholarship.org এ ঢুকে আবেদন করা যাবে ।
এক্ষেত্রে স্কলারশিপ বা বৃত্তিকে টাকার অঙ্কে প্রথম শ্রেনি থেকে স্নাতক পর্যন্ত বেশ কয়েক টি ভাগে ভাগ করা হয়েছে । যেমন,
১) একেবারে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীদের দেওয়া হবে বার্ষিক ১ হাজার ১০০ টাকা ।
২) ষষ্ঠ থেকে দশম শ্রেনি পর্যন্ত বছরে দেওয়া হবে ৫ হাজার ৫০০ টাকা ।
৩) একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া দের দেওয়া হবে ১০হাজার ২০০ টাকা ।
৪) টেকনিক্যাল ও ভোকেশনাল কোর্সে পাঠরত পুডুয়ারা পাবেন বছরে ১৩হাজার ৫০০ টাকা ।
৫) স্নাতক এবং স্নাতকোত্তর পাঠরত ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেওয়া হবে স্কলারশিপ যেমন ৬০ শতাংশের কম নম্বর পেলে দেওয়া হবে বছরে ৬ হাজার ৬০০ টাকা এবং ৬০ শতাংশের বেশি নম্বর পেলে দেওয়া হবে বছরে ১২ হাজার থেকে ১৮ হাজার টাকা ।
৬) ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ক্ষেত্রে ওই একই পদ্ধতিতে দেওয়া হবে যথাক্রমে ২৭ হাজার ৫০০ টাকা থেকে বার্ষিক ৬০ হাজার টাকা পর্যন্ত ।
উল্লেখিত স্কলারশিপে আবেদনের জন্য গত বছরের নভেম্বর মাস থেকেই নিজস্ব ওয়েবসাইট চালু করেছে রাজ্য সরকার। চালু করা ওই ওয়েবসাইটে ঢুকে আবেদন করা যাবে সহজেই। পাশাপাশি চলতি আর্থিক বছরে রাজ্য বাজেটে এই খাতে ব্যয়ের ক্ষেত্রে বাড়তি টাকাও বরাদ্দ করা হয়েছে বলে অর্থ দফতর সুত্রে খবর। এবার তাহলে জেনে নেওয়া যাক রাজ্য সরকার দ্বারা চালু হওয়া ঐক্যশ্রী স্কলারশিপ-এ আবেদনের ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে-
১) প্রথমে আবেদনকারী প্রার্থীকে সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করতে হবে তারপর ওই ফর্মে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় তথ্য দিতে হবে। আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর পরিবারের বার্ষিক আয়ের পরিমান হতে হবে ২ লক্ষ ৫০ হাজার টাকা। এ ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই তার পরিবারের বার্ষিক আয়ের প্রমান পত্র জমা করতে হবে। এ ছাড়াও আবেদনের সময় প্রার্থীকে তার ব্যাংকের পাশ বইয়ের যাবতীয় তথ্য দিতে হবে সংশ্লিষ্ট স্কলারশিপের টাকা পাওয়ার সুবিধার্থে।
written by – Somnath Pal .
★Join Telegram Channel : Click Here
★More Job News : Click Here
TAG – #AIKYASHREE SCHOLARSHIP #SCHOLARSHIP #WB #STUDENT #MINORITY STUDENT