পশ্চিমবঙ্গের জন সাধারণের একের পর এক নয়া প্রকল্পের সূচনা করছেন মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মূখ্য মন্ত্রী রাজ্যের ছেলে বুড়ো থেকে শুরু করে মেয়ে মহিলা সকলের জন্য সাহায্যকারী প্রকল্পের সূচনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্য সাথী, রুপশ্রী ও লক্ষীর ভান্ডারের মতো বহু প্রকল্পের সূচনা করেছে মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে মূখ্য মন্ত্রীর বেশ কয়েকটি প্রকল্প দেশের উচ্চ স্থানে প্রশংসাও পেয়েছে। তার মধ্যে অন্যতম প্রকল্প হলো লক্ষীর ভান্ডার প্রকল্প। এবার লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে সুসংবাদ শোনালো মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। WB Lashmir Bhandar Update
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পে ‘লক্ষীর ভান্ডার ‘ এর মাধ্যমে 25-60 বছরের মহিলাদের মাসিক 500 ও 1000 টাকা ভাতা প্রদান করছে। এদিকে মহিলাদের বয়স 60 পেরোলে নতুন করে বার্ধক্য ভাতার জন্য কোনো আবেদন না করে লক্ষীর ভান্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতা পাওয়ার সুযোগ করে দিয়েছে। সাধারণত বর্তমানে সাধারণ ও ওবিসিদের জন্য 500 টাকা এবং এসসি ও এসটিদের জন্য মাসিক 1000 টাকা ভাতা দেওয়া হয়। WB Lashmir Bhandar Update
টাকা পেতে কী কী ডকুমেন্টস লাগে:
1. প্রথমে দুয়ারে সরকার বা সরকারি অফিস থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে
2. পাসপোর্ট সাইজের রঙিন ছবি
3. আধার কার্ড
4. মোবাইল নম্বর
5. ব্যাংক একাউন্ট
6. স্বাস্থ্য সাথী কার্ড ( যদি থাকে)
কীভাবে আবেদন করতে হয় :
উপরে যে সমস্ত ডকুমেন্টস এর কথা উল্লেখ করা হল সেগুলি সব নিয়ে সঙ্গে আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করে দুয়ারে সরকার কিংবা সরকার নির্দেশিত স্থানে জমা করতে হবে।
এবার হচ্ছে লক্ষীর ভান্ডার নিয়ে কী নতুন আপডেট আসলো :
আমরা সকলে জানি যে, লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি ডকুমেন্টস ছিল স্বাস্থ্য সাথী কার্ড কিন্তু সরকারি ঘোষণা অনুযায়ী এবার লক্ষীর ভান্ডারে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সরল করা হলো। জানানো হয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড ছাড়াই এবার পা-ওয়া যাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা। WB Lashmir Bhandar Update
মাধ্যমিক পাশে কয়লা খনিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করতে দেখুন -Coal India Recruitment
এদিকে সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে একটি খবর ঘুরে বেড়াচ্ছে যে, এবার থেকে লক্ষীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু এখনো কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি। তারা উল্লেখ করছেন সাধারণ ও ওবিসিদের 500 থেকে 1000 করা হবে এবং এসসি ও এসটিদের 1000-1500 করা হবে। তবে যথাযথ তথ্য ছাড়া আমরা স্পষ্ট বলতে পারছিনা, কবে থেকে কার্যকর করা হবে। WB Lashmir Bhandar Update
★Join Telegram Channel : Click Here
★More Job News : Click Here