
Skill India Mission Apprentice Recruitment 2023: ভারত সরকারের মাধ্যমে পরিচালিত স্কিল ইন্ডিয়া মিশন (Skill India Mission) এর অধীনে প্রচুর সংখ্যায় নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। এখানে মোট 5395 টি শূন্যপদ থাকায় অনেকেরই নির্বাচন হওয়ার সুযোগ থাকছে। প্রথম দিকেই জানিয়ে রাখি, এটি অল ইন্ডিয়া ভ্যাকান্সি যেকারনে ভারতের সমস্ত রাজ্য থেকেই আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গে মূলত ইছাপুর (Ishapore)-এ নিয়োগ হবে। আবেদন করতে ইচ্ছুক থাকলে অবশ্যই বিস্তারিত জেনে নেবেন।
নোটিশ নম্বর: 1457
নোটিশ প্রকাশের তারিখ: 27.02.2023
যে পদে নিয়োগ নিয়োগ হবে:
ট্রেড অ্যাপ্রেনটিস (Trade Apprentice)
শূন্যপদের সংখ্যা:
(1) ITI- 3508 টি
(2) Non ITI- 1887 টি
বয়সসীমা (Age Limit)
15 থেকে 24 বছরের মধ্যে বয়স হলে এতে আবেদন করতে পারবেন। বয়সের হিসেব 28.03.2023 তারিখ অনুযায়ী করতে হবে।
বয়সের ক্ষেত্রে ছাড় (Age Relaxation)
- SC, ST শ্রেনিদের ৫ বছরের
- OBC শ্রেনিদের ৩ বছরের
- PH শ্রেনিদের ১০-১৫ বছরের
শিক্ষাগত যোগ্যতা (27.02.2023 তারিখ অনুযায়ী)
(1) Non ITI- কমপক্ষে 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ হতে হবে। গণিত এবং বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে কমপক্ষে 40% করে নম্বর থাকতে হবে।
(2) ITI- কমপক্ষে 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ হতে হবে। সেইসাথে NCVT/SCVT স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বোর্ড থেকে নির্দিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হল-https://www.yantraindia.co.in/. এই ওয়েবসাইট ভিজিট করার পর Career লেখার উপর উপর ক্লিক করতে হবে। নতুন একটি পেজ খুললে বিজ্ঞপ্তি নম্বর নির্বাচন করে তার উপর ক্লিক ক করবেন। আবারো নতুন পেজ ওপেন হবে। এখানে দরকারি সমস্ত তথ্য পুরন করে আবেদন করতে হবে।
আবেদন করার সময় আবেদনকারীকে তার দরকারি কিছু ডকুমেন্ট যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট ইত্যাদি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
আবেদন ফি (Application Fees)
- UR এবং OBC শ্রেনির আবেদনকারীদের জন্য আবেদন ফি জমা করতে হবে 200 টাকা।
- SC, ST, PWD এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে 100 টাকা আবেদন ফি বাবদ জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process)
(1) Non ITI-দের ক্ষেত্রে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। সেই লিস্টে যাদের নাম প্রথম সারিতে থাকবে তাদেরকে নিয়োগ করা হবে।
(2) ITI-দের ক্ষেত্রে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং ITI-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। সেই লিস্টে যাদের নাম প্রথম সারিতে থাকবে তাদেরকে নিয়োগ করা হবে।
স্টাইপেন্ড বা ট্রেনিংকালীন বেতন:
- Non ITI-দের দেওয়া হবে প্রতি মাসে 6000 টাকা
- ITI- পাশেদের দেওয়া হবে প্রতি মাসে 7000 টাকা
আবেদন শেষ:
28.03.2023 তারিখ অবধি আবেদন করা যাবে।
রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন চাকরির আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।
🔥 WHATSAPP GROUP: Click Here
🔥 TELEGRAM GROUP: Click Here
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
✅ Apply Now: Click here
এগুলিও পড়ুন 👇👇
💡 রাজ্যের Kolkata সরকারি জাদুঘরে চাকরি
💡 রাজ্যের জাস্টিস বোর্ডে কর্মী নিয়োগ, গ্রুপ-C পদে চাকরির বিজ্ঞপ্তি
💡 জেলা সমাজ কল্যাণ বিভাগে গ্রুপ-সি ক্লার্ক নিয়োগ