
রাজ্যের পড়ুয়াদের সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা (UPSC) তে অংশগ্রহণের সর্বোতভাবে প্রস্তুত করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরী করা হয়েছে ‘সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার’ (SNTCSSC)। এখানে পড়ুয়াদের UPSC পরীক্ষার সিলেবাস মেনে পড়ানো হয়। অভিজ্ঞ শিক্ষকরা পড়িয়ে থাকেন।
সম্প্রতি সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কোচিং সেন্টারে ভর্তির জন্য বিজ্ঞপ্তি বের করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ‘সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার’ বা SNTCSSC তে দশ মাসের একটি কোর্সে প্রিলিমস ও মেইনস পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে। সাথে মিলবে মক টেস্ট সিরিজ ও মক ইন্টারভিউয়ের সুবিধাও।
আবেদনের সময়সীমা
বর্তমানে এখানে ভর্তির জন্য আবেদন শুরু হয়ে গেছে। এই বছরের জন্য আবেদন শুরু হয়েছে গত ৬ই মার্চ, ২০২৩ সোমবার থেকে এবং আবেদন গ্রহণ চলবে আগামী ১০ই এপ্রিল, ২০২৩ সোমবার বিকেল ৩টে পর্যন্ত।
অ্যাডমিশন টেস্টের তারিখ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেস্ট নেওয়া হবে আগামী ৭ই মে, ২০২৩ রবিবার।
টেস্টের সিলেবাস
এখানে যে টেস্টটি নেওয়া হবে, তা UPSC CSE প্রিলিমসের সিলেবাস অনুযায়ীই নেওয়া হবে।
পরীক্ষার মাধ্যম
পরীক্ষাটি ইংরেজিতে নেওয়া হবে।
মোড অফ এক্সামিনেশন
বিজ্ঞপ্তিতে এটি মেনশন করা হয়নি, তবে অতি শীঘ্রই জানানো হবে।
বয়সসীমা
UPSC গাইডলাইন অনুসারে এখানে আবেদনের সর্বোচ্চ বয়স রাখা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে ভর্তির জন্য আবেদনরত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই গ্র্যাজুয়েট (Graduation Pass) হতে হবে। পাশাপাশি, ১ আগস্ট ২০২৪ এর আগে গ্র্যাজুয়েশন পাশ করা প্রার্থীরাও এখানে আবেদন জানাতে পারবেন।
অনলাইন ফর্ম ফিল আপ পদ্ধতি
আবেদন করার জন্য রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তির শেষ দিকে দেওয়া ফর্মের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি ওপেন করতে হবে প্রার্থীদের। তারপর সঠিকভাবে দেখে নিজের সমস্ত তথ্যগুলি পূরণ করে, প্রয়োজনীয় ডকুমেন্টস সহ তা বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট মেল আইডিতে মেল করে পাঠাতে হবে।
এক্ষেত্রে প্রার্থীদের খেয়াল রাখতে হবে যে, তথ্যগুলি মিলিয়ে নিয়ে তবেই মেল করতে হবে কারণ, তথ্যে ভুল হলে তা সংশোধনের আর কোনো উপায় থাকছে না। রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তির শেষ দিক করে দেওয়া ফর্মের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি ফিল আপ করতে হবে।
রাজ্যে সরকারের উদ্যোগে চাকরির কোচিং (SNTCSSC Coaching 2023)#SNTCSSCCoaching#Kajkarmo pic.twitter.com/HDd1SsFB07
— Kaj Karmo- কাজকর্ম (@KajKarmo) March 13, 2023
আবেদন মূল্য
এই অ্যাডমিশন টেস্টের জন্য আবেদন মূল্য ধার্য হয়েছে ১০০/- টাকা। তবে SC, ST, OBC প্রার্থীদের জন্য মাত্র ৫০ টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাডমিশন টেস্টের বিষয়ে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। টেস্টের রেজাল্ট পাবলিশ করা হবে (www.csscwb.in) ওয়েবসাইটে।
টেস্টে সফল হবেন যেসব প্রার্থীরা, তারা অ্যাডমিশন প্রক্রিয়ার পরবর্তী তথ্যাদি জানতে পারবেন। তবে, ইতিমধ্যেই যারা ইউপিএসসির প্রিলিমিনারি সিভিল সার্ভিস পরীক্ষায় (CSE) উত্তীর্ণ হয়েছেন, তাদের আলাদা করে আর অ্যাডমিশন টেস্ট দিতে হবে না।
কোর্স ফি
যারা অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হয়ে এখানে কোর্সে ভরতি হবেন, তাদের কোর্সটির ফি হিসেবে ১০০০/- টাকা প্রতি মাসে দিতে হবে। তবে এখানেও SC, ST, OBC প্রার্থীদের জন্য ছাড় দেওয়া হয়েছে। এদের ৫০০/- টাকা করে প্রতি মাসে কোর্স ফি বাবদ দিতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: View
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 চাকরির আপডেট: Click Here