সুখবর! ডিএ ইস্যুতে রাজ্য সরকারের সবুজ সংকেত, রইল বিস্তারিত -WB Govt Employees DA Update

কলকাতা – সরকারি তরফে কোনও ইতিবাচক সারা না এলে তারা যে আন্দোলনের পথ থেকে বিন্দু মাত্র সরবেন না তা ইতিমধ্যেই খোলসা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ । কিন্তু মুখ্যমন্ত্রীও তার অবস্থানেই অনড় । ফলে সরকার ও সরকারি কর্মীদের মধ্যে তিক্ততার সম্পর্ক অব্যাহত । কিন্তু তার ফল রাজ্যের সাধারণ মানুষ ভোগ করবেন কেন ? কারণ DA ইস্যুতে কখনও ধর্মঘট কখনও কর্মবিরতি , পাশাপাশি লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে বিগত কয়েক মাস ধরে । আর তার জেরেই কর্মীহীন রাজ্য সরকারি দফতর গুলিতে কাজ কর্ম প্রায় লাঠে ওঠার জোগাড় । এমনকি সরকারি কর্মীদের আন্দোলনের জেরে বিনষ্ট হতে বসেছে রাজ্যের কর্ম সংস্কৃতি । ফলে সরকারি দফতর গুলিতে কাজে এসে এক প্রকার নাকাল হয়ে ফিরতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষ কে । এতো কিছুর পরও সরকারি কর্মীরা তাদের অবস্থানে যেমন অনড় তেমনি মুখ্যমন্ত্রীও তাঁর বক্তব্যের ঝাঁঝ বাড়িয়ে চলেছেন দিনের পর দিন । ফলে পরিস্থিতি যে মোটের ওপর সুবিধার নয় তা বুঝতে পারছেন এ রাজ্যের আম জনতা । সরকার আর সরকারি কর্মচারী ,  DA ইস্যুতে টানাপড়েনের মাঝে ভুক্তভোগী সেই সাধারণ মানুষই ।  

এই অবস্থায় রাজ্যের সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় নিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী রমা প্রসাদ সরকার । এ সম্পর্কে মামলাকারীর দাবি একটাই, ডিএ ইস্যুতে রাজ্য সরকার ও রাজ্য সরকারি কর্মীদের মাঝে পড়ে সরকারি পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ । এই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারি আইনজীবী তথা রাজ্যের অ্যাডভোকেট জেলারেল কে আদালতে সরকারের অবস্থান স্পষ্ট করতে বলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মহামান্য টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ । এবিষয়ে একেবারে শুরু থেকে অর্থাৎ গত বছর কলকাতা হাই কোর্টের নির্দেশ থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন – অবস্থান বিক্ষোভ- অনশন এমনকি গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মীদের ৩ শতাংশ ডি এ বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মীদের ধর্মঘট এবং দফায় দফায় কর্ম বিরতির বিষয়টি পর্যবেক্ষণ করেন মহামান্য বিচারপতি দ্বয় । 

ALSO READ :   JEE Main: জেইই ছাড়াই আইআইটিতে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা! কিভাবে? জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

এই মামলায় মহামান্য বিচারপতিদ্বয় রাজ্যের  অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান, বকেয়া ডি এ -র দাবিতে গত ৬ এপ্রিল রাজ্য  সরকারি কর্মীদের কর্ম বিরতির জেরে হাইকোর্ট থেকে শুরু রাজ্যের বিভিন্ন দফতর গুলিতে তার প্রভাব পড়েছে কি না । উত্তরে রাজ্যের ভারপ্রাপ্ত অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান কর্মীরা হাজিরা দিলেও এদিন তারা কেউই কাজ করেননি । এর পাশাপাশি রাজ্যের হাসপাতাল গুলির বর্তমান অবস্থা প্রসঙ্গে বিচারপতি দ্বয় প্রশ্ন করলে অ্যাডভোকেট জেনারেল বলেন শুধুমাত্র ৪৩৬  কোটি টাকা ক্ষতি বাদে জরুরী পরিষেবা একেবারে শুরু থেকেই সচল রয়েছে। ধর্মঘট বা কর্ম বিরতির ফলে জরুরী পরিসেবায় কোনও প্রভাব পড়েনি ।  যদিও কর্মচারী সংগঠনের আইনজীবী আদালতে জানান, এদিন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল আন্দোলনকারী সরকারি কর্মীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বেশ কিছু আপত্তিকর মন্তব্যের কারণে।

বাংলায় 10 হাজার কর্মী নিয়োগ, ঘোষণা মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -WB Govt সরকারি কর্মীদের জন্য ডাবল ধামাকা অফার, অ্যাকাউন্টে ঠুকবে প্রচুর টাকা -Govt Employees DA Update  

এই মামলায় দীর্ঘ সওয়াল – জবাবের পর মহামান্য বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেন অবিলম্বে রাজ্য সরকার কে ইতিবাচক আলোচনায় বসতে হবে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে  । এ বিষয়ে যে আদালতের পর্যবেক্ষণ থাকবে সে কথাও স্পষ্ট করেন মহামান্য বিচারপতিগণ । ফলে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে আগামী ১৭ই এপ্রিল রাজ্যের  মুখ্য এবং অর্থ সচিব আন্দোলনকারী সরকারি কর্মীদের তিন জন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসতে চলেছেন । ওইদিনই  কিছু একটা রফা সুত্র মিলতে পারে বলে ইতিমধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে সরকারি মহলে । শেষ পর্যন্ত আদালতের নির্দেশেই সদর্থক ভুমিকা নিতে চলেছে রাজ্য সরকার । তবে ওই আলোচনায় কর্মীদের দাবি সরকার পক্ষ মেনে নেয় কিনা তার উত্তর মিলবে আগামীতে । আপাতত আদালতই যে প্রধান চালিকা শক্তি এবং ভরসা স্থল তা আর বলাই বাহুল্য । 

written by – Somnath Pal . 

ALSO READ :   গৃহ মন্ত্রনালয়ে চাকরি, 34 হাজার টাকা মাসিক বেতন | Ministry of Home Affairs Recruitment

★Join Telegram Channel : Click Here

★More Job News : Click Here

TAG – #DA #WB #EMPLOYMEE #GOVT #HIGH COURT #ORDER

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top