সুখবর! প্রকাশিত হলো ডাক সেবক রেজাল্ট! WB GDS Result Check 2023

 দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হলো গ্রামীণ ডাক সেবক পদে মেধা তালিকা। এদিন অফিসিয়াল ওয়েবসাইট এ প্রকাশ করা হয়েছে তার ফলাফল। যে সকল বেকার যুবক যুবতীরা মাধ্যমিক পাশে আবেদন করে ছিল তাদের জন্য আজ সুখবর আসলো। ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইট এ গ্রামীণ ডাক সেবক পদের PDF লিস্ট প্রকাশ করেছে। WB GDS Result Check Now 

যে সকল প্রার্থীর নাম PDF লিস্টে এসেছে তাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। সেই সমস্ত প্রার্থীদের সরাসরি ডকুমেন্টস ভ্যারিফিকেশন করা হবে। সব ঠিকঠাক থাকলে তাদের হাতে নিয়োগ পত্র ধরিয়ে দেওয়া হবে। 

এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য মাসিক বেতন ভিন্ন ভিন্ন। যে সকল পড়ুয়া মাধ্যমিকে ভালো ফল করেছে তাদের সকলের জন্য হতে পারে বিরাট সুযোগ। তাহলে আর দেরি না করে সরাসরি দেখেনিন আপনার নাম আছে কিনা। আসুন তাহলে জেনে যাক বিস্তারিত –

কীভাবে আপনার নাম চেক করবেন – 

প্রথমে ভারতীয় পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইট এ জেতে হবে 

এরপর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে GDS ফলাফল অপশন ক্লিক করে PDF ডাউনলোড করতে হবে 

PDF ডাউনলোড করলে তারপর আবেদনের সময় যে যে পোস্ট অফিস সিলেক্ট করেছিলেন তার নাম সার্চ করে দেখতে হবে 

ALSO READ :   পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হল ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

যদি সেই PDF এ নাম আসে তাহলে আপনাকে ডকুমেন্টস ভ্যারিফিকেশনের জন্য ডেকে নেওয়া হবে। 

সবশেষে আপনার ফাইনাল সিলেকশন হয়ে যাবে –

WB GDS Result PDF : Download 

More Job News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top