কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে দুয়ারে রেশন আরও কত কী, গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। তবে এর পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গ্রামীণ উন্নয়ন কর্মসূচি ও জাতীয় শিক্ষা মিশনের আওতায় রাজ্যের স্কুল গুলিতে একেবারে প্রথম শ্রেনি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মিড-ডে মিল চালু হয়েছে বেশ কয়েবছর আগেই। এর পাশাপাশি গ্রামীণ উন্নয়ন কর্মসূচির আওতায় রয়েছে অঙ্গনওয়ারি শিক্ষা ব্যবস্থা। এই প্রকল্পের আওতায় রাজ্যের খুদে পড়ুয়ারা লেখা পড়ার পাশাপাশি পেট ভরে খাবারও পাই যথেষ্ট। WB ICDS Anganwari Recruitment
তবে সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে যাচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্প গুলি (Project) সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। WB ICDS Anganwari Recruitment
এবার জাতীয় গ্রামীণ উন্নয়ন কর্মসূচীর আওতায় আইসিডিএস (ICDS) অর্থাৎ অঙ্গনারী প্রকল্পে কর্মী নিয়োগ হতে চলেছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য
শূন্য পদের যাবতীয় তথ্য নিচে উল্লেখ করা হল
1-পদের নাম – অঙ্গনওয়াড়ি কর্মী ‘ (Anganwadi Karmi)
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ।
বয়সসীমা – আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন ।
মাসিক বেতন – নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ৮,২৫০ টাকা বেতন দেওয়া হবে ।
2- পদের নাম – অঙ্গনওয়াড়ি সহায়িকা ‘ (Anganwadi Sahayka)
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেনি বা সমতুল পাশ হতে হবে ।
বয়সসীমা – আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন ।
মাসিক বেতন – নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ৬,৩০০ টাকা বেতন দেওয়া হবে ।
নিয়োগকারী সংস্থা-
রাজ্য সরকারের জেলা মিশনের তত্বাবধানে গ্রামীণ উন্নয়ন কর্মসূচী কমিটি বা সেল।
নিয়োগের স্থান-
পশ্চিমবঙ্গের একাধিক জেলার বিভিন্ন ব্লকের আওতায় একাধিক অঙ্গনওয়ারী সেন্টারে সরাসরি নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি–
এ ক্ষেত্রে আবেদন পত্র প্রাথমিক বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরিক্ষার জন্য । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দের পরবর্তী ধাপে দিতে হবে ইন্টারভিউ । এরপর আবেদনকারী প্রার্থীর জমা করা সকল নথিপত্র খুঁটিয়ে পর্যবেক্ষণের পর সংশ্লিষ্ট সংস্থার তরফে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
কাজের ধরণ-
এক্ষেত্রে পশ্চিমবঙ্গের একাধিক জেলার একাধিক ব্লকের অধীনে থাকা অঙ্গনওয়ারী সেন্টারে সংশ্লিষ্ট কাজে নিয়োগ করা হবে ।
কীভাবে আবেদন করবেন –
সংশ্লিষ্ট দুটি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইন – অফলাইন দু’তরফেই আবেদন জানাতে হবে । প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে আবেদন পত্র ডাউন লোড করে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপ লোড করতে হবে । তার পর আবেদন পত্রটি সাবমিট হয়ে গেলে সেই আবেদন পত্রের একটি হার্ড কপি প্রমান স্বরুপ সকল ডকুমেন্টস সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে ।
আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ – ১৭ ই এপ্রিল অর্থাৎ ইংরাজি 17/04/2023
লিখিত পরিক্ষার সময় – দুটি পদের ক্ষেত্রে দুটি আলাদা দিনে লিখিত পরীক্ষার সময় – সূচি ধার্য করা হয়েছে । যেমন ,
অঙ্গনওয়ারি সহায়িকা ‘ – 29/04/2023
অঙ্গনওয়াড়ি কর্মী ‘ 30/04/2023
লিখিত পরীক্ষায় থাকবে মোট ৯০ নম্বরের প্রশ্ন পত্র ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
- আঁধার কার্ড
- ভোটার কার্ড
- বাসস্থানের প্রমান পত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
- বয়সের প্রমান পত্র
- জাতিগত শংসাপত্র
- অভিজ্ঞতার সংশাপত্র
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি , ইত্যাদি ।
সমস্ত নোটিশ ডাউনলোড :- ক্লিক করুন
★Join Telegram Channel : Click Here
★More Job News : Click Here
TAG- #JOB NEWS #ICDS #ANGANWADI JOB #RURAL DEVELOPMENT #WB JOB