সুখবর! রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে তিনটি খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী

সারা রাজ্য জুড়ে যখন রাজ্য সরকারি কর্মীরা তাদের প্রাপ্য বকেয়া DA পুরোপুরি ভাবে আদায়ের লক্ষ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে অনবরত আন্দোলন, ধর্মঘট, অবস্থান বিক্ষোভ, অনশন ইত্যাদি করেই চলেছেন, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে একটি বা দুটি নয় একসঙ্গে তিন তিনটি খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী। আর এই খবর গুলি শোনা মাত্রই  বকেয়া DA মামলা কে ঘিরে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীদের মনে জমে থাকা সমস্ত অসন্তোষ, ক্রোধ, ক্ষোভ এক মূহুর্তের মধ্যে মুছে গিয়ে তাদের মন আনন্দে আত্মহারা হয়ে উঠবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু কি সেই তিনটি বিশেষ খুশির খবর যা নিয়ে ইতিমধ্যেই সারা পশ্চিমবঙ্গ খুশির আমেজে উন্মাতাল হয়ে উঠেছে? চলুন তাহলে আর অপেক্ষা না করে বিশেষ এই তিনটি খুশির খবর জেনে নেওয়া যাক।

      দীর্ঘ দু-বছর যাবৎ রাজ্য সরকারি কর্মীরা তাদের প্রাপ্য বকেয়া DA আদায়ের উদ্দেশ্যে বহু মামলা মোকদ্দমা বিক্ষোভ আন্দোলন করার পরেও এখনও পর্যন্ত রাজ্য সরকার তাদের প্রাপ্য ৩৮ % DA সম্পূর্ণ ভাবে মেটানোর সিদ্ধান্ত নিল না। আর এই বিষয়টাই কাল হয়ে দাঁড়িয়েছে। যেখানে ৩৮% DA বকেয়া রয়েছে সেখানে মাত্র ৩% মেটানোর সিদ্ধান্ত শুনে রাজ্য সরকারি কর্মীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে মুখের উপর জানিয়ে দিয়েছেন যে ভিক্ষার দান তারা গ্ৰহন করবেন না। এবং তারা যেভাবে আন্দোলন করছেন সেভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। এর পাশাপাশি তারা রাজ্য সরকারকে একটি বিশেষ চ্যালেঞ্জ জানিয়েছেন। 

ALSO READ :   রাজ্যের সরকারি কর্মচারীদের একগুচ্ছ সুযোগ সুবিধা বৃদ্ধি! কর্মীদের দ্রুত পদন্নোতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

       তারা সাফ জানিয়ে দিয়েছেন যে সামনেই পঞ্চায়েত ভোট তার আগে তাদের প্রাপ্য বকেয়া DA না মেটালে তারা কোনো ভাবেই ভোটের ডিউটি করবেন না। এর পাশাপাশি তারা এও সাফ জানিয়েছেন যে আসন্ন পঞ্চায়েত ভোটে রাজ্য সরকার যদি রাজ্য সরকারি কর্মীদের দিয়ে ভোটের দায়িত্ব পালন করাতে চান তাহলে তাদের নিরাপত্তার দায়িত্ব ও সরকারকে নিতে হবে। অর্থাৎ বকেয়া DA মিটিয়ে দেওয়া ও ভোটের ডিউটি তে তাদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া এই দুটি কর্তব্য যদি রাজ্য সরকার সঠিক ভাবে পালন করেন তবেই রাজ্য সরকারি কর্মীরা আসন্ন পঞ্চায়েত ভোটের ডিউটি তে অংশগ্রহণ করবেন নচেৎ নয়। 

     রাজ্য সরকারি কর্মীদের এহেন চ্যালেঞ্জে ভীত হয়ে তাদেরকে সন্তুষ্ট করতে তিনটি খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী। আর সেগুলি হল-

প্রথমত, রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস বাড়ানোর সিদ্ধান্ত।

দ্বিতীয়ত, রাজ্য সরকারি কর্মীদের ফেস্টিভ্যাল অ্যাডভান্স বাড়ানোর সিদ্ধান্ত।

তৃতীয়ত, রাজ্য সরকারি কর্মীদের এক্সগ্ৰ্যাশিয়ার বাড়ানোর সিদ্ধান্ত।

       এবারে তাহলে কোন খাতে কত টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। 

সরকারি সূত্র মারফত জানা গিয়েছে যে, এতদিন পর্যন্ত সকল রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাসের পরিমাণ ছিল ৪ হাজার ৮০০ টাকা। এখন থেকে সেই টাকার উপর আরও ৫০০ টাকা বেড়ে তাদের প্রাপ্য অ্যাকহক বোনাসের পরিমাণ হবে (৪,৮০০+৫০০)=৫,৩০০ টাকা।

ALSO READ :   রাজ্যের জেলা পরিষদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৪ হাজার টাকা

       এছাড়াও ফেস্টিভ্যাল অ্যাডভান্স হিসেবে এতদিন পর্যন্ত সকল রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য টাকার পরিমাণ ছিল ১৪,০০০ টাকা। এখন থেকে সেই টাকার উপর আরও ২,০০০ টাকা বেড়ে তাদের প্রাপ্য ফেস্টিভ্যাল অ্যাডভান্সের পরিমাণ হবে(১৪,০০০+২,০০০)=১৬,০০০ টাকা।

      এর পাশাপাশি এক্সগ্ৰ্যাশিয়ার এর পরিমানও বাড়ানো হবে। আগে যেখানে ২,৭০০ টাকা করে 

এক্সগ্ৰ্যাশিয়ার দেওয়া হতো এখন থেকে তার উপর আরও ২০০ টাকা বেড়ে তাদের প্রাপ্য এক্সগ্ৰ্যাশিয়ারের পরিমাণ হবে (২,৭০০+২০০)=২,৯০০ টাকা।

      তবে এতো সবকিছু করেও রাজ্য সরকারি কর্মীদেরকে তাদের বকেয়া DA সম্পূর্ণ ভাবে আদায়ের লক্ষ্যে একটানা চালিয়ে যাওয়া আন্দোলন থেকে বিন্দুমাত্রও রাজ্য সরকার সরাতে পারবে বলে মনে হয় না। কারন রাজ্য সরকারি কর্মীরা এই সিদ্ধান্তে অনড় যে যতদিন না পর্যন্ত তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য DA এর সমান হারে DA না পাচ্ছে ততদিন পর্যন্ত তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। কারন এটা তাদের ন্যায্য অধিকার। আর এই ন্যায্য অধিকার পাওয়া না পর্যন্ত তারা কোনো ভাবেই হাল ছাড়বেন না। তবে শেষ পর্যন্ত রাজ্য সরকার তাদের এই ন্যায্য পাওনা আদৌ মেটাবে কিনা বা মেটালেও তা কবে মেটাবে সেটাই এখন দেখার বিষয়।

 JOB NEWS: CLICK HERE

ALSO READ :   598 শূন্যপদে কেন্দ্রীয় সরকারের দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top