স্বাস্থ্য দপ্তরে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত

বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের অবস্থা বেশ করুণ ।  চুক্তি(contractual) হোক  কিংবা স্থায়ী চাকরি (gov job)একটা হলেই হল। এই অবস্থায় সরকারি যে কোনও নিয়োগের(recruitment) খবর যে বেকার কর্ম প্রার্থীদের কাছে বেশ আনন্দের  তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে সরকারি (government project) প্রকল্পে একাধিক পদে কর্মী নিয়োগ করবে রাজ্য ওয়াস্থ্য দফতর । সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার(health & family welfare) কল্যান দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলা মারফৎ। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। প্রকল্পের আওতায় নিযুক্ত কর্মীকে জাতীয় স্বাস্থ্য (NHM) মিশনের নিয়ম মেনে এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলায়। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই এ রাজ্যের বাসিন্দা হতে হবে ।  নিচের প্রতিবেদন টি ভালো করে দেখে নিয়ে দ্রুত সেরে ফেলুন আবেদন প্রক্রিয়া ।  প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- DH&FWS/JGM/2023/823   Dated – 05/04/2023  


প্রথমেই শূন্য পদের বিবরণ –

১) পদের নাম – ‘ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ‘ (clinical psychologist)

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

বয়স সীমা – 

এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৪০ এর মধ্যে। 

মাসিক বেতন– 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে  ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা– 

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজি কোর্স পাশ হতে হবে। 

ALSO READ :   রাজ্যে Software Support Personnel পদে কর্মী নিয়োগ

২) পদের নাম- ‘ মেডিক্যাল অফিসার ‘ (Medical Officer )

শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৩  টি 

বয়স– 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে

মাসিক বেতন– 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে। 

৩) পদের নাম- ‘ মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ‘ (Multi Rehabilitation Worker ) 

শূন্য পদ- উল্লেখিত পদে মোট  শূন্য পদের সংখ্যা ১ টি  

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৮,০০০ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০  বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা– প্রার্থীকে অবশ্যই ফিজিওথেরাপি বিষয়ে ব্যাচেলর অথবা মাষ্টার ডিগ্রীর পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

৪) পদের নাম- ‘ ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ‘ ( Block  Public Health Manager)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১ টি

বয়স সীমা – 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা – 

এ ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে বি এস সি ডিগ্রিধারী  অথবা এম এস সি ডিগ্রিধারী /ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা ধারী  হতে হবে । এ ছাড়াও জনস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

ALSO READ :   Ration Dealer Shop Job – রাজ্যে প্রচুর রেশন ডিলার নিয়োগ, এইভাবে আবেদন করলেই পাবেন লাইসেন্স

৫) পদের নাম- ‘ হিসাবরক্ষক আয়ুশ প্রকল্প ‘ ( Accountant AYUSH) 

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১ টি

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে । 

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা – 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের ওপর এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা  থাকতে হবে । এছাড়াও আবেদনকারীকে শারীরিক দিক দিয়ে সুস্থ এবং সবল হতে হবে । 

কাজের ধরণ- 

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের (NUHM)  আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 

প্রার্থী নির্বাচন- 

এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ / কম্পিউটার টেস্টের জন্য ।  সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা এবং প্রার্থীর জমা করা নথিপত্র পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে । তবে নিয়োগের বিষয়ে যাবতীয় বিষয় নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর । 

ALSO READ :   Coal India Scholarship 2023: পড়াশোনার যাবতীয় খরচ দেবে সরকার

আবেদন পদ্ধতি – 

আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট  -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে  নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি  এবং সই (Signature) আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।   

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন ,   

বয়সের প্রমানপত্র, 

জাতীগত সংশাপত্র, 

শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র , 

ভোটার কার্ড, 

আঁধার কার্ড,

উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র 

পাসপোর্ট সাইজের রঙিন ছবি,  ইত্যাদি । 

আবেদন ফী –

উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে । 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  – (www.wbhealth.gov.in)  – এ 

উল্লেখিত পদ গুলিতে আবেদনের শেষ তারিখ ১৭ ই এপ্রিল অর্থাৎ  17/04/2023  

আমরা আছি আপনাদের সঙ্গে, নজর রাখুন bongodhara.com – এ 

Official Notice : Download 

Join Telegram Channel : Click Here

TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #HEALTH JOB #NHM

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top