Asha Karmi: রাজ্যের তিনটে জেলায় আশা কর্মীর পদ বাড়ল, কোন জেলায় কয়টি দেখুন

The posts of ASHA Karmi are increasing in three districts of the state

পশ্চিমবঙ্গের ২৩ টি জেলাতেই আবার নতুন করে আশাকর্মী (Asha Karmi) নিয়োগ করা হবে। শুধু তাই নয়, বাড়তে চলছে নিয়োগের জন্য নির্ধারিত শূন্যপদের সংখ্যাও। রাজ্যের যুবতীদের কাছে এটি নিঃসন্দেহে একটি বড়ো সুখবর। আসুন, পদের সংখ্যাসহ বিভিন্ন বিস্তারিত বিবরণ দেখে নেওয়া যাক।

রাজ্যে মোট অনুমোদিত আশাকর্মী পদের সংখ্যা ছিল ৬৫ হাজার ৬৬৪ টি। স্বাস্থ্য কাঠামোর উন্নতি সাধনের জন্য রাজ্যে নতুন করে আশা কর্মী পদের সংখ্যা বাড়ানো হয়েছে। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চলেছি। 

আশা কর্মীর জন্য কতগুলো পদের সংখ্যা বাড়ানো হলো?

রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানা গিয়েছে, মোট ২৫০০ টি বাড়তি শূন্যপদে আশাকর্মী নিয়োগ করা হবে। এর ফলে, রাজ্যের সবকটি জেলা মিলিয়ে মোট ৬৮ হাজার ১৬৪ টি আশাকর্মী পদ সৃষ্টি হলো। তবে এই মুহুর্তে রাজ্যে ২৫০০ শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে। 

কোন জেলাতে কত পদের সংখ্যা বাড়বে?

স্বাস্থ্য দফতরের বৈঠকে আলোচনা হয়েছে মুর্শিদাবাদ (২৮৯), নদীয়া (১৫৮)দক্ষিণ ২৪ পরগনা (১৫৭) টি করে আশাকর্মীর সংখ্যা বাড়বে। তবে এই আলোচনায় এখনও অবধি কোনো সরকারি সীলমোহর পড়েনি।

ALSO READ :   SSC GD: প্রকাশ পেল SSC GD পরীক্ষার 'অ্যানসার কি'! কিভাবে দেখবেন? জেনে নিন

আশা কর্মী পদের জন্য যোগ্যতা-

আশাকর্মী পদে আবেদন করার জন্য যেসব যোগ্যতার প্রয়োজন, তা হল-

১. রাজ্যের কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষায় শুধুমাত্র পাশ করতে হবে।

২. আবেদনকারীদের অবশ্যই মহিলা হতে হবে।

৩. যে জেলার শূন্যপদের জন্য আবেদন করবেন, প্রার্থীকে রাজ্যের সেই জেলার বাসিন্দা হতে হবে।

আশা কর্মী পদের জন্য বয়সসীমা-

এখানে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ৩০-৪০ বছরের মধ্যে থাকতে হয়। তবে SC, ST শ্রেনির মহিলাদের বয়স ২২-৪০ বছরস হলেও আবেদন করা যাবে। 

আশা কর্মীর মসিক বেতন-

আশা কর্মী চাকরির জন্য প্রতি মাসে ৪,৫০০ টাকা করে বেতন দেওয়া হয়ে থাকে। সাথে রাজ্য সরকারের হারে ডিএ মিলবে, যা কিনা বেতনের ৩%।

আশা কর্মী পদের চাকরির জন্য আবেদন প্রক্রিয়া-

রাজ্যে আশাকর্মী পদে আবেদন করতে হয় অফলাইনের মাধ্যমে। এখানে আবেদন করার ফর্ম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে অথবা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া থাকে।

১. নিয়োগ বিজ্ঞপ্তি বেরোলে, অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে।

২. এবার নোটিশে উল্লেখ থাকা তারিখের মধ্যে সাইটে আপলোড থাকা আবেদন ফর্মটি প্রিন্ট করে নিজের সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হয়।

ALSO READ :   CBSE | এপ্রিলের ১ তারিখের আগে শুরু করা যাবে না সেশন! জানিয়ে দিল সিবিএসই বোর্ড!

৩. ফর্ম ফিল আপ হয়ে গেলে নিজের বিভিন্ন দরকারি ডকুমেন্টের জেরক্স ফর্মের সাথে জুড়ে দিতে হয়।

৪. আবেদনপত্রের সাথে ডকুমেন্টের জেরক্স জুড়ে নিয়ে একসাথে একটি খামে ভরতে হয়। তারপর এই আবেদনপত্রটি ওয়েবসাইটে থাকা নির্দিষ্ট ঠিকানায়, নির্দিষ্ট তারিখের মধ্যে পোস্ট করে দিতে হয়। 

আশা কর্মীর নিয়োগ প্রক্রিয়া-

এখানে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করে ইন্টারভিউয়ের মাধ্যমে আশা কর্মী পদে নিয়োগ করা হয়। 

রাজ্য সরকারের তরফে আশাকর্মী নিয়োগের কোনো নোটিশ বেরোলেই আমাদের মাধ্যমে আপনারা তা জানতে পারবেন। তাই নিয়মিত আমাদের ওয়েবসাইটটিকে ফলো করুন এবং নিশ্চিত থাকুন যে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি বেরোলে অবশ্যই সবার প্রথমে জানতে পারবেন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 টেলিগ্রাম চ্যানেল: Join Now

আরো আপডেট 👇👇

💡 রাজ্যে SSC-তে গত ২২ বছরে কত শিক্ষক নিয়োগ হয়েছে? 

ALSO READ :   SSC GD: বাড়লো GD কনস্টেবল শূন্যপদের সংখ্যা! আরও বেশি শূন্যপদে নিয়োগ করবে কমিশন!

💡 কেন্দ্রের জল শক্তি দফতরে চাকরির বিজ্ঞপ্তি

💡 ২০২৩-এ লক্ষীর ভান্ডারে দুটি কারনে অনেকের টাকা ঢুকবে না

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top