বন্ধন ব্যাঙ্ক চাকরি 2022 | Bandhan Bank Recruitment 2022

বন্ধন ব্যাঙ্ক চাকরি 2022,শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা কত, বেতন কত ও কিভাবে আবেদন করবেন সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লেখাটিতে।


যদি আপনি বন্ধন ব্যাংকে চাকরি করার জন্য আগ্রহবোধ করেন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। কারণ এই লেখাটি পড়ে আপনি বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ সংক্রান্ত সকল প্রকার তথ্য বিস্তারিতভাবে জানতে পারবেন। আগেই বলে রাখি সাধারণত বন্ধন ব্যাংক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে না। আপনি বন্ধন ব্যাংকের অফিসিয়াল সাইটে ‘Career’ এ গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা অনুসারে চাকরি করার জন্য আবেদন করতে পারেন। বন্ধন ব্যাংক যেসব পদে কর্মী নিয়োগ করে, তার শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা কত, বেতন কত ও কিভাবে আবেদন করবেন সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লেখাটি পড়ে।

পদের নাম গ্রুপ-সি ও বি
যোগ্যতা মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক/ স্নাতকোত্তর
বয়স কমপক্ষে ১৮ বছর

Bandhan Bank Recruitment 2022

এক নজরে দেখুন(toc)

পদের নাম (Bandhan Bank Recruitment Post Name)

নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেসব পদগুলির জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন সেগুলি হল-
Marketing, Micro Banking, Others, Retail Assets, Risk, SME & MSME, Banking, Trade Finance, Treasury, Wholesale Banking, Administration, Agri Business, Analytics/BIU/Corporate Strategy, Audit, Banking Operations & Customer Services, Branch Banking, Compliance, Corporate Salary, Corporate Services, Digital Banking, Finance & Accounts, Housing Finance, Human Resources, IT, Legal/Vigilance.

শিক্ষাগত যোগ্যতা (Bandhan Bank Recruitment Qualification)

বন্ধন ব্যাংকে চাকরি করার জন্য আপনার কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে তা আলাদা করে প্রকাশ করা হয়নি বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। তবে মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক/ স্নাতক পাশ সহ বিভিন্ন উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় উপযুক্ত পদগুলিতে আপনি আবেদন করতে পারবেন।

ALSO READ :   পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ দপ্তরে ডাটা ম্যানেজার পদে চাকরি

বয়সসীমা ( Bandhan Bank Recruitment Age Limit)

সমস্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে।

বেতন কত (Bandhan Bank Job Salary)

সবকটি পদের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে। তবে প্রাথমিকভাবে যদি বলা হয় তাহলে আপনি প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা বেতন পেতে পারেন। পাশাপাশি প্রতিমাসে বিভিন্ন টার্গেট পূর্ণ করে ইন্সেন্টিভ পাবেন।

কিভাবে আবেদন করবেন (How To Apply )

আবেদনকারী সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। বন্ধন ব্যাংক -এর অফিশিয়াল ওয়েবসাইট www.bandhanbank.com এ গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। এই লেখাটির নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করেও আপনি আবেদন করতে পারেন। তবে বলে রাখি অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি বৈধ ইমেইল আইডি অবশ্যই থাকতে হবে।

অফিসিয়াল নোটিফিকেশন NA
অফিসিয়াল ওয়েবসাইট Click Here (link)
আবেদন করুন Click Here (link)

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top