BECIL Group C Job 2023: কেন্দ্রীয় ব্রডকাস্টিং সংস্থায় গ্রুপ-সি লেভেলের চাকরি, ৪৩ হাজার টাকা থেকে বেতন শুরু

BECIL Group C Job Notice 2023

BECIL Group C Recruitment 2023: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ব্রডকাস্টিং সংস্থা Broadcast Engineering Consultants India Limited (BECIL) এর তরফে পশ্চিমবঙ্গে বেশ কিছু সংখ্যক গ্ৰুপ ‘সি’ (Group-C) পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই নিয়োগটি আমাদের পশ্চিমবঙ্গের কল্যাণী এইমসে (Kalyani AIIMS)-এ করা হবে। তাই আবেদনকারীদের নিজের রাজ্যেই চাকরির সুযোগ থাকছে। এই প্রতিবেদনে শূন্যপদ, যোগ্যতা, আবেদনের সময়, বেতনসহ যাবতীয় খুঁটিনাটি বিশদে আলোচনা করা হয়েছে। আবেদন করতে চাইলে আবেদন প্রক্রিয়া সহ নিয়োগের খুটিনাটি একনজরে দেখে নিন। 

নোটিশ নম্বর: BECIL/MR-PROJECT-1/AIIMS(Kalyani)/Advt.2023/277

নোটিশ প্রকাশের তারিখ: 20.02.2023

আবেদনের মাধ্যম: অনলাইনে আবেদন করতে পারবেন। 

যেসব শূন্যপদে নিয়োগ হবে:-

BECIL থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট চার রকম পদে নিয়োগ হবে। পদগুলি হল –
(1) টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant- Anesthesiology)
(2) ওটি টেকনিশিয়ান (OT Technician) 
(3) স্পিচ থেরাপিস্ট (Speech Therapist) 
(4) ম্যানেজার/ সুপারভাইজার/ গ্যাস অফিসার (Manager/Supervisor/Gas Officer) 

বেতনক্রম:-

নীচের পদগুলির জন্য যা বেতন দেওয়া হবে, তা নিম্নরূপ:
(1) Technical Assistant (Anesthesiology)
প্রতি মাসে ৪৩,৯০০ টাকা করে বেতন দেওয়া হবে।
(2) OT Technician
প্রতি মাসে ৪৩,৯০০ টাকা করে বেতন দেওয়া হবে।
(3) Speech Therapist
প্রতি মাসে ৪৩,৯০০ টাকা করে বেতন দেওয়া হবে।
(4) Manager/Supervisor/Gas Officer
প্রতি মাসে ৪৫,৩০০ টাকা করে বেতন দেওয়া হবে।

ALSO READ :   WBCS ২০২৩ এর আবেদন শুরু হলো! সিলেবাস, যোগ্যতা, আবেদন পদ্ধতি দেখুন | WBCS 2023 Recruitment Notice

মোট শূন্যপদের সংখ্যা:-

(1) Technical Assistant (Anesthesiology)
শূন্যপদ ১ টি।
(2) OT Technician
শূন্যপদ ৩ টি।
(3) Speech Therapist
শূন্যপদ ১ টি।
(4) Manager/Supervisor/Gas Officer
শূন্যপদ ১ টি।

যোগ্যতা:-

উপরের পদগুলির জন্য নিম্নরূপ যোগ্যতা চাওয়া হয়েছে:

(1) Technical Assistant (Anesthesiology)
ওটি টেকনিকে B.Sc. ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা লাগবে।
অথবা
10+2 স্তরে বিজ্ঞান বিভাগে পড়ার সাথে ওটি টেকনোলজিতে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: আবেদনকারীর বয়স ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে।

(2) OT Technician
ওটি টেকনিকে B.Sc. ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা লাগবে।
অথবা
10+2 স্তরে বিজ্ঞান বিভাগে পড়ার সাথে ওটি টেকনোলজিতে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: আবেদনকারীর বয়স ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে।

(3) Speech Therapist
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি থেকে Speech and Hearing এ B.Sc পাস করে থাকতে হবে।
সাথে, Speech and Hearing এ M.Sc পাস করে থাকার পাশাপাশি যদি সংশ্লিষ্ট পদে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে এই পদে চাকরি পাওয়ার ক্ষেত্রে অগ্ৰাধিকার দেওয়া হবে।

বয়স: ২১-৩০ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে।

(4) Manager/Supervisor/Gas Officer
Mechanical Engineering এ ডিগ্ৰি থাকার সাথে সংশ্লিষ্ট পদে কম করে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা,
Mechanical Engineering এ ডিপ্লোমা কোর্স Complete করা সাথে সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ৭ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

ALSO READ :   সিভিক ভলান্টিয়ারদের পুলিশের চাকরি, জানালেন খোদ মুখ্যমন্ত্রী!

বয়স: আবেদনকারীর বয়স ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমা:-

প্রার্থীদের কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদনের জন্য পোর্টাল খোলা থাকবে আগামী 06.03.2023 তারিখ পর্যন্ত।

আবেদনের পদ্ধতি:-

অনলাইনে খুব সহজেই নীচের ধাপগুলি অনুসরণ করে এখানে আবেদন করা যাবে-
(1) www.becil.com/https://becilregistration.in এ ক্লিক করুন।

(2) ওয়েবসাইটটি খুলে গেলে Career Section লেখা অপশনে ক্লিক করে Registration Form(Online) অপশনটিতে ক্লিক করুন।

(3) এবার আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটি খুলে যাবে। এখানে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি যা যা চাওয়া হয়েছে সেই তথ্যগুলো টাইপ করে Ok Option এ ক্লিক করে Next Button এ ক্লিক করুন।

(4) যে পদের জন্য আপনি আবেদন করতে চান, সেটি ক্লিক করে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব ডকুমেন্টস আপলোড করে আবার Next Button এ ক্লিক করুন।

(5) এবার আবেদন মূল্য হিসেবে General, OBC, Ex-Serviceman, Women ক্যাটাগরির প্রার্থীদের ৮৮৫ টাকা এবং SC, ST, EWS এবং PH ক্যাটাগরির প্রার্থীদের ৫৩১ টাকা করে অনলাইনে জমা দিতে হবে। টাকা দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান সম্পূর্ণ হয়ে যাবে।

ALSO READ :   মাসিক বেতন 42,000 টাকা! WBPSC-র মাধ্যমে ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, রইল বিস্তারিত -WB Govt Job

বিঃদ্রঃ আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিংক নিচে দেওয়া হলো। ওই লিঙ্কে ক্লিক করেই সরাসর ইয়াবেদন করতে পারবেন। সেইসাথে অফিসিয়াল নোটিশটিও একবার ডাউনলোড করে নিয়ে এই নিয়োগের বিষয়ে ভালো করে বুঝে নেবেন।  

প্রয়োজনীয় ডকুমেন্ট:-

আবেদন করার জন্য নীচের ডকুমেন্ট গুলি লাগবে:

(1) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
(2) পরিচয় পত্র হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড।
(3) সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট।
(4) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে)।
(5) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
(6) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
(7) আবেদনকারীর সই।

রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন চাকরির আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। 

🔥 WHATSAPP GROUP: Click Here

🔥 TELEGRAM GROUP: Click Here

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

আবেদন করার লিংক: Apply Now

এগুলিও পড়ুন 👇👇

💡 ১৪৫০ টি শূন্যপদে পশ্চিমবঙ্গে পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি

💡 টেটের এই ৭ টি প্রশ্ন নিয়ে আদালতে মামলা

💡 রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top