কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু কবে থেকে? জেনে নিন সময়সূচি





কলকাতা বিশ্ববিদ্যালয়ের

সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে এর আগে পরীক্ষা সূচি প্রকাশ করেও তা ওয়েবসাইট থেকে কিছু সময়ের ব্যবধানে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে সাময়িক বিভ্রান্তিতে পড়েন পড়ুয়ারা। তবে এরপরই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রকাশ পাওয়া পরীক্ষাসূচি অনুসারে দেখা যাচ্ছে, আগামী ১ মার্চ থেকে শুরু হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.এ/ বি.এসসি প্রথম সেমিস্টারের পরীক্ষা, চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। অন্যদিকে আগামী ২ মার্চ থেকে শুরু হবে বি.কম প্রথম সেমিস্টারের পরীক্ষা, যা চলবে আগামী ১৪ই মার্চ পর্যন্ত। এর সাথে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বি.এফএডি পরীক্ষা। সংশ্লিষ্ট পরীক্ষাসূচিতে বিভিন্ন বিষয়ের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পরীক্ষাসূচিটি দেখে আসতে পারবেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুনঃ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন ডাউনলোড করুন

join Telegram

প্রসঙ্গত, এর আগের পরীক্ষাসূচি হঠাৎ করেই উধাও হয়ে যেতে পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে থাকে পরীক্ষার্থীদের মধ্যে। তবে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে প্রকাশ করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তিতে পরীক্ষার দিনক্ষণ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এই সূচি অনুসারেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন হবে।

ALSO READ :   প্যান কার্ড থাকলেই পাবেন 1 লক্ষ টাকা, কারা কীভাবে পাবেন? রইল বিস্তারিত -Pan Card Update








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top