রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৪০ হাজার টাকা





রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.-
পদের নাম- Assistant Professor
মোট শূন্যপদ- ৪ টি। (UR-1, SC-1, ST-1, OBC-1)
শিক্ষাগত যোগ্যতা- U.G.C নিয়ম অনুযায়ী।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতিমাসে বেতন ৪০,০০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে IRCTC -তে কর্মী নিয়োগ

join Telegram

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের DM অফিসে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ

ইন্টারভিউ স্থান- 1st Floor Auditorium, CRNN, Technology Campus, University of Calcutta
JD-2 Sector-3 Kolkata-700106
ইন্টারভিউ তারিখ- ১৮ এপ্রিল, ২০২৩ (Reporting Time- 10:30 AM)

ALSO READ :   কেন্দ্রীয় বিদ্যুৎ দফতরে চাকরি, ২৫ হাজার টাকা মাসিক বেতন | PGCIL Recruitment 2023

FB Join

Official Notification: Download Now
Apply Now: Click Here








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top