উচ্চ মাধ্যমিক পাশে শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৬ এপ্রিল পর্যন্ত

উচ্চ মাধ্যমিক পাশে শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশন দপ্তরের অধীনে উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।

Employment no – A-12024/2/2021-EXAM/189

পদের নাম – Stenographer (Group -C)
মোট শূন্যপদ – ২০৩টি। (PwBD – ১৮টি)
শিক্ষাগত যোগ্যতা – স্টেনোগ্রাফিতে দক্ষতা সহ যে কোন বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন – কেন্দ্রীয় সরকারের পে লভেল অনুযায়ী প্রতিমাসে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
বয়স – ১৮ বছর থেকে ২৭ বছর। ( SC/ ST দের জন্য ৫ বছর, OBC দের জন্য ৩ বছর, PwBD দের জন্য ১০ বছর অবধি বয়সের ছাড় রয়েছে।)

আরও পড়ুনঃ পোষ্ট অফিসে এইট পাশে কর্মী নিয়োগ

ভারত সরকারের শিক্ষা দপ্তরে বিপুল কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইট (https://recruitment.nta.nic.in) -এ গিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফী –
SC/ ST/ PwBD/ Female Candidates/ Ex-Servicemen বাদে অন্যান্য সবার জন্য এককালীন ৭০০/- টাকা।

ALSO READ :   রাজ্য সরকারের উদ্যোগে চাকরির কোচিং! আজকেই আবেদন করুন

নিয়োগ পদ্ধতি – কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

উচ্চ মাধ্যমিক পাশে শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ – ২৬ এপ্রিল, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top