মুখ্যমন্ত্রীর মন্তব্যের জের! রাজ্য জুড়ে ধিক্কার মিছিল, কর্মবিরতির ডাক দিলেন ডিএ আন্দোলনকারীরা!





মুখ্যমন্ত্রীর মন্তব্যের জের

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রেড রোডে ধর্ণায় বসেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি সেই ধর্ণা মঞ্চ থেকেই রাজ্যের ডিএ আন্দোলনকারীদের আক্রমণ করেন তিনি। তাঁর কথায়, “যে চোর ডাকাতগুলো চিরকুটে চাকরি পেয়েছিল, সব গিয়ে বসে আছে ডি-এ র ওখানে।” এরপর তিনি বলেন, “তাঁদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে? জ্ঞানদাতা, চোরেরা, ডাকাতরা, ডাকাত সর্দাররা।” মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করেন ডিএ আন্দোলনকারীরা। রাজ্য জুড়ে ধিক্কার মিছিল ও কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা।

মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রতিবাদ জানিয়ে মহাসমাবেশের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। মিছিল করেন সরকারি কর্মচারীরা। মিছিলে প্রতিবাদী স্লোগান তোলেন তাঁরা। হাওড়া ও শিয়ালদা থেকে দুটি মিছিল এসে মিলে যায় শহিদ মিনারে। আন্দোলনকারীদের বক্তব্য, “রাজকর্মচারীদের চোর, ডাকাত বলছেন মুখ্যমন্ত্রী, এর থেকে খারাপ আর কি হতে পারে।” এছাড়া ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ সভা আয়োজিত হতে দেখা যায়। এদিন শুক্রবার ধিক্কার মিছিলে অংশ নেবেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

চাকরির খবরঃ IRCON -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

join Telegram

ALSO READ :   রাজ্যের CNCI-তে চাকরি! গ্রুপ-সি ক্লার্ক নিয়োগ | CNCI Group-C Clerk Recruitment

এদিকে ফের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। আগামী ৬ই এপ্রিল কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। ওইদিন রাজ্যের সরকারি কর্মচারীরা চব্বিশ ঘণ্টার কর্মবিরতি পালন করবেন। এর সাথে আন্দোলনকারীরা জানিয়েছেন, ১০ তারিখের পর বিরাট মিছিল করবেন তাঁরা। এছাড়া আগামী দিনে ৪৮ ঘন্টার কর্মবিরতির ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top