মাধ্যমিক পাশে Coal India -তে চাকরির সুযোগ, বেতন ৩১ হাজার টাকা!

দেশের অনগ্রসর জনজাতির জন্য Coal India -তে চাকরির বড় সুযোগ আনল কেন্দ্রীয় সরকার। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সহ বিস্তারিত থাকলো আজকের এই প্রতিবেদনে।

Employment no – CCL/Recruitment/Avd-Stat/032024

১.পদের নাম – Mining Sirdar

মোট শূন্যপদ – ৭৭টি। (OBC – ৫টি, SC – ১৪টি, ST – ৫৮টি।)

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ ডিপ্লোমা-ইন-মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিগ্রী থাকলে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন – ৩১,৮৫২ টাকা।

২.পদের নাম – Electrician/ Technician

মোট শূন্যপদ – ১২৬টি। (OBC – ৩টি, SC – ২৯টি, ST – ৯৪টি।)

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই ডিগ্রী থাকা প্রার্থীরা আবেদন যোগ্য।

দৈনিক বেতন – ১০৮৭ টাকা

৩.পদের নাম – Deputy Surveyor

মোট শূন্যপদ – ২০টি। (কেবলমাত্র ST প্রার্থীদের জন্য।)

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ DGMS স্বীকৃত সংস্থা থেকে Mines Survey Certificate থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন ।

ALSO READ :   598 শূন্যপদে কেন্দ্রীয় সরকারের দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে

মাসিক বেতন – ৩১,৫৮২ টাকা।

৪.পদের নাম – Assistant Foreman (Electrical)

মোট শূন্যপদ – ১০৭টি। (OBC – ৭টি, SC – ২৩টি, ST – ৭৭টি।)

শিক্ষাগত যোগ্যতা – যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকা প্রার্থীরা আবেদন করতে।

মাসিক বেতন – ৩১,৮৫২ টাকা।

মাধ্যমিক পাশে Coal India -তে চাকরির বড় সুযোগ

বয়সসীমা – ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৯.০৪.২০২৩ তারিখে ১৮ বছর। বয়সের ঊর্ধ্বসীমা SC/ ST প্রার্থীদের জন্য ৩৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩৩ বছর।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি – CBT (Computer Based Test) – এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন করার অন্তিম তারিখ – ১৯ এপ্রিল, ২০২৩

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top