DA নিয়ে বিশেষ আপডেট, বিধানসভায় ফের মুখ খুললো মূখ্যমন্ত্রী, রইল বিস্তারিত -WB Employees News

 DA-র পরিমাণ কেন্দ্রের সমতুল্যের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মী মহল। রাজ্য সরকার এ নিয়ে একের পর এক নতুন পদক্ষেপ নিয়ে চললেও রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন ঠেকাতে না কাম সরকার পক্ষ। গত কয়েকদিন ধরে আন্দোলন চললেও এখনো তা ইটের ভাটার দরুন দাও দাও করে জ্বলছে। প্রথমে ডিএ-র পরিমাণ ৩ শতাংশ এবং তার তা ৩ শতাংশ বৃদ্ধি করে মোট ৬ শতাংশ ডিএ বৃদ্ধি করে বর্তমান সরকার কিন্তু তাতেও সন্তুষ্টি নয় সরকারি কর্মী মহল। 


এদিকে ডিএ ইস্যুে বিরোধীদের যৌথ মঞ্চে আগমন সরকারের উপর চাপ প্রবল তৈরি করেছে। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরকারি কর্মীদের যৌথ মঞ্চে উপস্থিত হন। উপস্থিত হয়ে ডিএ আন্দোলনকারীদের দাবি নিঃসন্দেহে সমর্থন করে তারা। এদিকে একই দিনে বিধানসভায় রাজ্য সরকার ডিএ ইস্যুকে কেন্দ্র করে মুখ খুলেন। তিনি বলেন যে, তৃনমুল আমলে ডিএ বৃদ্ধি ৯৯ শতাংশ থেকে তা ১০৫ শতাংশ করা হয়। এদিন তিনি বামদের লক্ষ্য করে বলেন, বামদের আমলের বকেয়া ডিএ তিনি পূরণ করেন। তিনি বলেন আর কী চাই? 

ALSO READ :   এক পায়ে ভর দিয়ে হাঁটা, ক্যান্সারকে হারিয়ে মাধ্যমিক সফল হলদিয়ার কিশোর

এদিকে আগামী ১০ মার্চ ডিএ নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মী মহল। এদিকে শহিদ মিনারের পাদদেশে চলছে লাগাতার ডিএ দাবিতে অবস্থান বিক্ষোভ। আন্দোলনে বিজেপি নেতার আগমন যেন আগুনে তেল ঢালা। এদিন অবস্থান বিক্ষোভে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত হয়। তাদের অবস্থান বিক্ষোভকে সমর্থন করে জানান যে, আন্দোলনের পাশে তারা আছে। শুধু তাই নয়, আগামী ১০ মার্চের ধর্মঘটকেও সমথর্ন জানান বিজেপি নেতা। 

এদিন বিধানসভায় বিরোধীদের উদ্দেশ্যে মূখ্য মন্ত্রী জানান যে,”যখন কোনও পরিবার তৈরি হয়৷ তার সব দায়িত্ব দেখেই পরিকল্পনা করা হয়৷ কেন্দ্রের ও রাজ্যের কর্মীদের পে স্কেল আলাদা। সিপিএম বড় বড় কথা বলেছে। সাথে কংগ্রেস ও বিজেপি জুড়েছে৷ ওদের ধার করে যাওয়া ঋণ, শোধ করতে হয় আমাদের৷”এদিন তিনি রাজ্য সরকারি কর্মীদের একাধিক সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন। তিনি জানান যে, অন্যান্য রাজ্যের তুলনায় বেশি বেশি ছুটি পায় রাজ্য সরকারি কর্মীরা। তাতেও সন্তুষ্ট নয় রাজ্য সরকারি কর্মী যৌথ মঞ্চ। এদিকে তাদের দাবিতে অনড় সরকারি কর্মী মহল। 

More Job News : Click Here

ALSO READ :   রাজ্য ভূমি সংস্করণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Land Reform Recruitment

Join Telegram Channel : Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top