DA বৃদ্ধির দাবি মান্যতা পেল বিধানসভায়, সরকারি কর্মীদের জন্য সবুজ সংকেত -WB Govt Employees Da News

দক্ষিণ ২৪ পরগণা – আর কত দিন এবার তো বলতেই হবে । আসলে না বলে উপায় নেই । তাই সরকারি সরকারি কর্মীদের ডি এ -এর দাবিকে একপ্রকার ন্যায্য দাবি হিসাবেই মান্যতা দিলেন তিনি । আর কেউ নন ,  খোদ তৃণমূলের বিধায়ক তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । আর তাতেই বেশ অস্বস্তিতে রাজ্যের শাসক দল । অস্বস্তি হওয়ায় স্বাভাবিক । কারণ তৃণমূল বিধায়ক বলে কথা । সুরুখা কবচের আওতায় দিদির দুত কর্ম সূচিতে গিয়ে নিজের বিধান সভা এলাকায় দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মীদের ডি এ -র দাবিকে ন্যায্য দাবি বলেই সার্টিফিকেট দিলেন তিনি । পূর্ব ঘোষিত কর্ম সূচী অনুযায়ী দিদির সুরক্ষা কবচ অনুষ্ঠানে  নিজের বিধান সভা পশ্চিম বারুইপুর এলাকায় ঈশান চন্দ্র বালিকা বিদ্যালয়ে যান খোদ বিধাসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । সেখানে স্কুলের শিক্ষক – শিক্ষিকারা বিমান বাবুকে ডি এ নিয়ে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন রাজ্য সরকারি কর্মীদের ডি এ -র দাবি যুক্তি সঙ্গত এবং ন্যায্য । তবে আন্দোলনের কোপে পড়ে যাতে রাজ্যের কর্ম সংস্কৃতি বিনস্ত না হয় সেদিকেও রাজ্য সরকারি কর্মীদের নজর রাখার পরামর্শ দেন তিনি ।  WB Govt Employees DA Update 

পাশাপাশি তিনি বলেন ২০ এবং ২১ তারিখ রাজ্য সরকারি কর্মীরা কর্ম বিরতি পালন করলে সরকার কড়া পদক্ষেপ নেবে । এমনকি রাজ্য বিধান সভার কোনও কর্মী এই কর্ম বিরতি কর্ম সূচিতে অংশ গ্রহণ করলে সেই কর্মীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতেও তিনি পিছুপা হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন । তিনি বলেন রাজ্য সরকার কর্মীদের প্রতি যথেষ্ট সহানুভূতি শীল । এমনকি তার দলের সুপ্রিমও তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানবিক বলে বিমান বাবু দাবি করেন , মুখ্যমন্ত্রী কর্মীদের ন্যায্য পাওনা মেটাতে আপ্রান চেষ্টা করছে , কিন্তু কেন্দ্র সরকার রাজ্যের হকের পাওনা গণ্ডা না মেটানোয় রাজ্য সরকার কর্মীদের ডি এ মেটাতে পারছে না । এমনকি নেত্রীর সুরে সুর মিলিয়ে বিমান বাবু রাজ্যের প্রতি  কেন্দ্র সরকারের বিমাতৃ সুলভ আচরনের প্রসঙ্গ উত্থাপন করেন তার বক্তব্যে । পাশাপাশি ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা দের তিনি ২০- ২১ ফেব্রুয়ারি কাজে আসার অনুরোধ জানান । এমনকি সরকারি কর্মীদের এই কর্ম বিরতি পালন কে যে  রাজ্য  সরকার কড়া হাতে মোকাবিলা করবে সে বিষয়েও স্পষ্ট হুঁশিয়ারি দেন বিমান । 

ALSO READ :   ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ২০৫ শূন্যপদে কর্মী নিয়োগ, বাড়িতে বসেই করে ফেলুন আবেদন

কিন্তু রাজ্য সরকারি কর্মীরা যে সরকারের কোনও কড়া পদক্ষেপে মাথা নৎ করবে না সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে গত শনিবারই । প্রসঙ্গত , ডি এ নিয়ে সরকারের কাছে বহুবার আবেদন নিবেদন করে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত ক খনও আদালতের দরজায় আবার কখনও পথে নেমে আন্দোলন যেমন , গনঅবস্থান – অনশন- মিছিল- বিধানসভা অভিযান ইত্যাদি কর্ম সূচিতে অংশ নিয়েছে রাজ্য সরকারি কর্মী ইউনিয়নের যৌথ সংগ্রামী মঞ্চ । তাতেও এক প্রাওকার কাজ না হওয়ায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাজ না করার হুমকি পর্যন্ত দিয়েছে আন্দোলন রত সরকারি কর্মীরা । পরিস্থিতি এমন,  যত দিন যাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংঘাতের আবহ । সরকারি কর্মীদের প্রতি রাজ্য সরকারের যেমন অনমনীয় মনোভাব তেমনি রাজ্য সরকারি কর্মীরাও তাদের অবস্থানে অনড় ।  দিনের পর দিন রাজ্য সরকার ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে সম্পর্ক ক্রমশ অবনতির পথে । 

সম্প্রতি রাজ্য বাজেটে  সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ ডি এ ঘোষণা করেছে রাজ্য সরকার । আর আর তার পরেই  রাজ্য সরকারি কর্মীদের আন্দোলনের মাত্রা আরও তীব্র । এ বিষয়ে সম্প্রতি রাজ্য সরকার ঘোষিত ৩ শতাংশ ডিএ- কে ভিক্ষার দান বলে কটাক্ষের সুর শোনা গিয়েছে  রাজ্য সরকারি কর্মীদের মুখে  । পাশাপাশি মাত্র তিন শতাংশ ডিএ অর্থাৎ রাজ্য সরকারের এই দয়ার দান যে তারা যে কোনও মতেই গ্রহণ করবেন না সে কথাও আন্দোলন রত সরকারি কর্মীরা স্পষ্ট করেছেন ইতিমধ্যেই । রাজ্য সরকারি কর্মীদের দাবি একটাই , কেন্দ্রীয় হারে তাদের ডিএ দিতে হবে । এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক প্রকার জেহাদ ঘোষণা করে শুক্রবার রাজ্য বিধানসভা অভিযানের ডাক দেয় আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মী ইউনিয়নের ২৮ টি সংগঠন । পাশাপাশি ২০ – ২১ ফেব্রুয়ারি সোম ও মঙ্গলবার সপ্তাহের প্রথম দু’দিন গোটা রাজ্য জুড়ে কর্ম বিরতির ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ ।  

ALSO READ :   SSC Result: সিলেকশন পোস্টের ফলাফল প্রকাশ করলো কমিশন! জেনে নিন কীভাবে রেজাল্ট দেখবেন

এবার আসরে খোদ বিধান সভার স্পিকার তথা তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় । খোদ বিধান সভার স্পিকারের এই মন্তব্যে আন্দোলনরত সরকারি কর্মীরা যেমন বাড়তি অক্সিজেন পাবে তেমনি রাজ্যের শাসক দল যে বেশ অস্বস্তিতে পড়ল তা আর বলার অপেক্ষা রাখেনা । 

written by – Somnath Pal. 

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG – #DA  #GOVT #SALARY  #DEARNESS ALLOWANCE #WB

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top