নয়াদিল্লী – নতুন না পুরনো তা নিয়ে বিতর্ক চলছেই । এরই মধ্যে অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের জন্য খুশির খবর । উপকৃত হতে পারেন দেশের কয়েক লক্ষ অবসর প্রাপ্ত সরকারি কর্মী । ইতিমধ্যেই অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের জন্য নয়া পেনশন নিয়ম বিধি চালু করতে কয়েকধাপ এগিয়ে গিয়েছে কেন্দ্র সরকার । কিন্তু কেন্দ্র সরকারের এই নয়া নিয়ম বিধি মানতে নারাজ একাধিক রাজ্য । তাদের দাবি কেন্দ্র সরকার মারফৎ পেনশন রুলের ক্ষেত্রে এই নয়া নিয়ম বিধি চালু হলে এক লব্ধে বিপদে পড়তে পারেন দেশের কয়েক লক্ষ পেনশন হোল্ডার । তাই কেন্দ্র সরকারের এই নয়া নিয়ম কে এক কোথায় ফুঁৎকারে উড়িয়ে একাধিক রাজ্যের সরকার তাদের রাজ্যের লক্ষ লক্ষ পেনশন হোল্ডারদের পুরনো নিয়মেই পেনশন দেওয়ার পক্ষে সাওয়াল করেছেন ।
কেন্দ্র সরকারের এই নয়া পেনশন বিধি যে একাধিক রাজ্যের সরকার মেনে নিতে পারছে না তার উদাহরণ রয়েছে একাধিক রাজ্যের সরকারের পুরনো পেনশন বিধি বহাল রাখাতেই । ইতিমধ্যেই রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ সহ অনেক রাজ্যে, নতুন পেনশন ব্যবস্থা বন্ধ করে পুরানো পেনশন স্কিম কার্যকর করা হয়েছে। স্বভাবতই একাধিক রাজ্যের সরকারের পেনশন নীতিতে ক্রমশ চাপ বাড়ছে কেন্দ্র সরকারের ওপর । এ বিষয়ে ১৮ বছর আগে অর্থাৎ ২০০৪ সালে তৎকালীন কেন্দ্র সরকার অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের জন্য পুরনো পেনশন নিয়ম বিধি বাতিল করে নতুন করে জাতীয় পেনশন যোজনা চালু করে । তবে ওই সময় থেকে চালু হলেও এখনও বেশ কয়েকটি রাজ্যে পুরনো পদ্ধতিতে পেনশন লাঘু রয়েছে ।
কিন্তু যা নিয়ে বিতর্ক, পুরনো নাকি নতুন । এ নিয়ে সরকারি কর্মী মহলের দাবি , পুরনো পেনশন নিয়মে অনেক বেশি উপকৃত হন অবসর প্রাপ্ত সরকারি কর্মী । পুরনো সুবিধা হল এটি শেষ বেতনের ভিত্তিতে তৈরি করা হয়। এছাড়াও, মুদ্রাস্ফীতির হার বাড়ার সাথে সাথে ডিএও বাড়ে। এমনকি ওল্ড অর্থাৎ পুরনো পেনশন স্কিমে কর্মচারীরা পেনশনও বেশি পান। কারণ সেক্ষেত্রে অবসরের সময় বেতনের অর্ধেক পরিমাণ পেনশনের সুবিধা মেলে। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যুর পরেও তার পরিবারের সদস্যরা পেনশন পান ওল্ড পেনশন স্কিমে। নতুন পেনশন স্কিমে সেই সুবিধা নেই। ওল্ড অর্থাৎ পুরনো পেনশন স্কিমের হিসাব অনুযায়ী ধরা যাক, কোনও ব্যক্তির মাসিক বেতন ৮০ হাজার টাকা । ওই ব্যক্তি অবসর গ্রহ করলে পুরনো পেনশন অনুযায়ী তার পেনশনের পরিমাণ দাঁড়াবে ৪০ হাজার টাকা । এমনকি পেনশন হোল্ডার মারা গেলে তার স্ত্রী ২০ হাজার টাকা পেনশন পাবেন আমৃত্যু পর্যন্ত ।
কিন্তু নতুন পেনশন স্কিমে সেই সুবিধা নেই। নতুন পেনশন স্কিমে, অবসর গ্রহণের পর কর্মচারীদের মূল বেতনের ১০ শতাংশ এবং DA কেটে নেওয়া হয়। সাথে পুরাতন পেনশনের অর্থ দেওয়া সরকারি কোষাগার থেকে কিন্তু নতুন পেনশন স্কিমে সেরকম কোনো নিশ্চয়তা নেই। বর্তমানে নতুন পেনশন স্কিমের অধীনে অবসর গ্রহণের সময় অবসর প্রাপ্ত সরকারি কর্মীকে তার সেভিংসের ৪০ শতাংশ টাকা বাধ্যতা মূলক সরকারের ঘরে বিনিয়োগ করতে হয় । বাকি ৬০ শতাংশ টাকা অবসর প্রাপ্ত সরকারি কর্মীকে ফিরিয়ে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে । তবে ওই টাকা সম্পূর্ণ কর মুক্ত । কিন্তু কেন্দ্র সরকারের এই নয়া পেনশন রুল বা বিধি মানতে রাজী নন সরকারি কর্মীরা । এ ক্ষেত্রে তারা এক অবসর জীবনে এক আর্থিক অনিশ্চয়তার স্বীকার হন বলে দাবি করেছেন ।
WB Health Recruitment :স্বাস্থ্য দফতরে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ, রইল বিস্তারিত
এ বিষয়ে সরকারি কর্মীদের দাবি, কেন্দ্র সরকার যখনই নতুন বেতন কমিশন লাগু করে, তখন তা পেনশনকে বৃদ্ধিও করে। কিন্তু অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন নিয়ে শেষ পর্যন্ত কেন্দ্র ও একাধিক রাজ্যের সঙ্ঘাত যে কোথায় গিয়ে দাঁড়াবে তার উত্তর মিলবে আগামীতে । তবে নতুনের বদলে পুরনো পেনশন নিয়ম লাঘু হলে এক কথায় যে দেশের কয়েক লক্ষ পেনশন হোল্ডার বেশ উপকৃত হবেন সে কথা বলাই বাহুল্য । ফলে একে তো সরকারি কর্মী অন্য দিকে আকাধিক রাজ্যের সরকারের অনড় অবস্থানেই শেষ পর্যন্ত পেনশন বিধিতে বড় সড় বদল আনতে চলেছে কেন্দ্র সরকার সরকারি সুত্রে খবর এমনটাই । আর বদলের ফলে সরাসরি উপকৃত হতে পারেন দেশের কয়েক কোটি সরকারি কর্মী ।
written by – Somnath Pal.
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG #PENSION #SCHEME #NEW RULE #OLD RULE #CENTRAL GOVT #STATE GOVT