রাজ্যের পৌরসভায় চাকরির সুযোগ, ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে নিয়োগ





রাজ্যে

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পৌরসভাতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের যেকোনো নাগরিক যেকোনো জেলা থেকে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সহ নিয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য পেশ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment no-435/G/XII-9

পদের নাম– Medical Officer (Part Time)
মোট শূন্যপদ– ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো সংস্থান থেকে এমবিবিএস পাস আউট হতে হবে সেই সঙ্গে এক বছরের ইন্টার্নসিপ করার অভিজ্ঞতাও থাকতে হবে।
মাসিক বেতন– ২৪,০০০ টাকা।

আরও পড়ুনঃ ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ

বয়স– উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ০১.০১.২০২৩ তারিখে ৬৫ বছর হতে হবে ।

আবেদন পদ্ধতি– ইচ্ছুক প্রার্থীদের বর্ধমান মিউনিসিপ্যালিটির নির্দিষ্ট অফিসে সাম্প্রতিক বায়োডাটা সহ যোগ্যতার অন্যান্য প্রমাণপত্র নিজে হাতে এটেস্টেড করে সঙ্গে নিয়ে যেতে হবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই উক্ত পদগুলিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

ALSO READ :   রাজ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১২,০০০/- টাকা

ইন্টারভিউ তারিখ– ১১ এপ্রিল ২০২৩।

রাজ্যে

Official Notification: Download Now








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top