কত বয়সের শিশুদের ভর্তি করা যাবে প্রথম শ্রেণীতে? বয়স নির্দিষ্ট করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক!

কত বয়সের শিশুদের ভর্তি করা যাবে প্রথম শ্রেণীতে

প্রথম শ্রেণীতে ভর্তির বয়সসীমা বেঁধে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এবার থেকে নির্দিষ্ট বয়সের আগে প্রথম শ্রেণীতে ভর্তি করা যাবে না শিশুদের। ভর্তির জন্য মানতে হবে একটি ন্যুনতম বয়সের সীমা। বুধবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এহেন নির্দেশিকা জারি করা হলো। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে শিক্ষা মন্ত্রক।

সম্প্রতি বুধবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ছয় বছরের বেশি বা সিক্স প্লাস বয়স না হলে প্রথম শ্রেণীতে শিশুদের ভর্তি করতে পারবেন না অভিভাবকেরা। সূত্রের খবর, শিশুদের মানসিক বিকাশের কথা চিন্তা করে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সাথে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রথম শ্রেণীর আগে দুই বছরের প্রি-এডুকেশন কোর্স চালু করার জন্য অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রক।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক ও পিওন নিয়োগ

FB Join

সূত্রের খবর, চলতি শিক্ষাবর্ষ থেকেই সংশ্লিষ্ট নির্দেশ চালু করা হবে। সেক্ষেত্রে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির নয়া নিয়ম বজায় থাকবে। প্রসঙ্গত, এর আগে সর্বনিম্ন পাঁচ বছর বয়সে প্রথম শ্রেণীতে ভর্তি করা যেত শিশুদের। তবে এবার বদল আনা হলো নিয়মে। চলতি বছর থেকে বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই বয়সসীমা প্রযোজ্য হতে চলেছে বলে জানা যাচ্ছে।

ALSO READ :   9,212 শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ছেলে-মেয়ে সকলের জন্য চাকরির সুযোগ | CRPF Constable Recruitment 2023

join Telegram

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top