কেন কমলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা? জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু!

কেন কমলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নেওয়া হচ্ছে মাধ্যমিক। পর্ষদ সূত্রে খবর, প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী চলতি বছরের মাধ্যমিকে অংশগ্রহণ করছেন। এদিকে হিসেব বলছে বিগত বছরের তুলনায় হ্রাস পেয়েছে পরীক্ষার্থীর সংখ্যা। কিন্তু এহেন ঘটনার কারণ কি? সংশ্লিষ্ট বিষয়ে এবার বক্তব্য রাখলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

ঘটনা প্রসঙ্গে এদিন শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার অধিকার আইন অনুসারে বয়সসীমা বেঁধে দেওয়ার জন্যই এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এতটা কমে গিয়েছে। তাঁর কথায়, এবছর মাধ্যমিক দিতে আসা মোট পরীক্ষার্থীর সংখ্যা কম। কারণ চলতি বছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাঁরা ২০১৩-১৪ সালে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলেন। এদিকে শিক্ষার অধিকার আইন অনুসারে সে বছর ক্লাস ওয়ানে ভর্তি হতে পেরেছিলেন কেবল ছয় বছর বয়সী শিশুরা। অথচ তার আগে পাঁচ বছর কিংবা ছয় বছরে ক্লাস ওয়ানে ভর্তির ছাড়পত্র মিলত। ফলে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পেত। অতএব শিক্ষার অধিকার আইনের কড়াকড়ির কারণকে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী কমার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামী বছর অংশগ্রহণকারী পরীক্ষার্থীর পরিসংখ্যানে পরিবর্তন আসতে পারে।

ALSO READ :   রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক ও পিওন নিয়োগ

join Telegram

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল আগেই। সংশ্লিষ্ট ঘটনায় আক্ষেপ প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সূত্রের খবর, আগের বছর যেখানে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন সেখানে বর্তমান বছরের হিসাব অনুযায়ী প্রায় চার লক্ষ পরীক্ষার্থী হ্রাস পেয়েছে। অর্থাৎ শতাংশের বিচারে যা ৩৬ শতাংশ।

FB Join

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top