WB JEE NEET: রাজ্যে বিনামূল্যে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং সেন্টার, জেনে নিন আবেদন পদ্ধতি!





JEE NEET

রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশন (JEE), পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশন (WB JEE) ও ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) এর প্রস্তুতি গ্রহণের জন্য বিনামূল্যে কোচিং সেন্টারের সুবিধা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। আবেদন জানানোর পদ্ধতি বর্ণনা করা হলো প্রতিবেদনে।

পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের তফশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের এই বিনামূল্যে কোচিং সেন্টারের সুবিধা দেওয়া হবে। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ ও স্নাতকের প্রথম বর্ষে পাঠরত ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুনঃ CRPF Recruitment: কনস্টেবল পদে ৯২১২ শূন্যপদে নিয়োগ

সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তির আবেদনপত্র মিলবে প্রশিক্ষণ কেন্দ্রেগুলিতে। এছাড়া (www.anagrasarkalyan.gov.in) ও (www.wbbcdev.gov.in) ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রটি আগামী ১৭ই এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা করতে পারেন বা অনলাইনে (www.wbbcdev.gov.in) এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন।

ALSO READ :   যাদবপুরে JRF পদে চাকরি (অফিসিয়াল বিজ্ঞপ্তি), ৩১ হাজার টাকা মাসিক বেতন | Jadavpur University JRF Recruitment

আবেদনকারীদের ন্যুনতম যোগ্যতা বর্ণনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনরত প্রার্থীদের মধ্যে SC ক্যাটাগরির প্রার্থীদের মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় থাকতে হবে অন্তত ৬০ শতাংশ নম্বর ও ST ক্যাটাগরির প্রার্থীদের থাকতে হবে অন্তত ৫০ শতাংশ নম্বর। এর সাথে আবেদনরত প্রার্থীদের পারিবারিক বার্ষিক আয় হতে হবে অনুর্ধ্ব ৩,০০,০০০/- টাকা। এছাড়া বিজ্ঞপ্তিতে ৩০০/- টাকার মাসিক স্টাইপেন্ড দেওয়ার ঘোষণা করা হয়েছে।

JEE NEET








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top