GAIL -এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১০ এপ্রিল পর্যন্ত

GAIL -এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

গেইল গ্যাস লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.-
পদের নাম- Sr. Associate (Technical)
মোট শূন্যপদ- ৭২ টি। (UR- 31, EWS- 7, OBC- 19, SC- 10, ST-72)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electrical/ Electrical & Electronics/ Mechanical/ Production/ Manufacturing/ Civil/ Instrumentation Engineering -এ Bechelor’s Degree করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

পদের নাম- Sr. Associate (Fire & Safety)
মোট শূন্যপদ- ১২ টি। (UR- 7, EWS- 1, OBC- 3, SC- 1)
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Engineering -এ Fire/ Fire Safety -তে ব্যাচেলার ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।

join Telegram

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

পদের নাম- Sr. Associate (Marketing)
মোট শূন্যপদ- ৬ টি। (UR- 5, OBC-1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Marketing/ Oil and Gas/ Petroleum and Enargy/ Enargy and Infrastructure/ International Business -এ MBA করা থাকলে আবেদন করতে পারবেন।

ALSO READ :   রাজ্যের বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন পদে চাকরি, তাড়াতাড়ি অনলাইন আবেদন করতে হবে | WBPDCL Recruitment 2023

পদের নাম- Sr. Associate (Finance & Account)
মোট শূন্যপদ- ৬ টি। (UR- 5, OBC-1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA/ CMA/ MBA করা থাকলে আবেদন করতে পারবেন।

পদের নাম- Sr. Associate (Company Secretary)
মোট শূন্যপদ- ২ টি। (UR- 2)
যোগ্যতা- Company Secretary পদে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্যে মিউনিসিপাল কর্পোরেশনে বিরাট নিয়োগ

পদের নাম- Sr. Associate (Human Resource)
মোট শূন্যপদ- (UR- 5, OBC-1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBA/ MSW/ PG -তে দু বছরের Diploma করে থাকলে আবেদন করতে পারবেন।

পদের নাম- Jr. Associate (Technical)
মোট শূন্যপদ- ১৬ টি। (UR- 8, EWS-1, OBC-4, SC-1, ST-1)
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electrical/ Electrical & Electronics/ Mechanical/ Production/ Manufacturing/ Civil/ Instrumentation Engineering -এ Diploma করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

ALSO READ :   ভাবা যায় ! মাত্র ৫০ হাজার টাকা পুঁজি খাটিয়ে বছরে ইনকাম ১২- ১৪ লক্ষ টাকা-Unique Business Idea

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি– আবেদন ফি বাবদ UR/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ১০ এপ্রিল, ২০২৩

FB Join

Official Notification: Download Now
Apply Now: Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top