GATE 2023 | প্রকাশিত হলো GATE পরীক্ষার রেসপন্স শিট! কিভাবে দেখবেন?





GATE 2023

আইআইটি কানপুর এর তরফে প্রকাশ করা হলো গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (GATE) পরীক্ষার ‘Response Sheet’। জানা যাচ্ছে, পরীক্ষার্থীরা যেভাবে উত্তর দিয়েছেন সেভাবেই প্রস্তুত করা হয়েছে এই ‘রেসপন্স শিট’। সেক্ষেত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা পরীক্ষার ওয়েবসাইট (gate.iitk.ac.in) এ গিয়ে সংশ্লিষ্ট ‘রেসপন্স শিট’ চেক করতে পারবেন।

Response Sheet: দেখবেন কিভাবে?

১) GATE পরীক্ষার ‘Response Sheet’ চেক করার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (gate.iitk.ac.in) এ যেতে হবে।
২) এরপর হোমপেজে লগ ইন সেকশনে যেতে হবে পরীক্ষার্থীদের।
৩) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এরপরই পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট ‘Response Sheet’ টি স্ক্রিনে দেখতে পাবেন।
৫) প্রয়োজনে এটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ

FB Join

‘GATE’ পরীক্ষার রেসপন্স শিট অ্যাপ্লিকেশন পোর্টালে প্রকাশ করা হয়েছে। এরপরই পরীক্ষার ‘অ্যানসার কি’ প্রকাশ পাবে। এই অ্যানসার কি এর উপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, জাতীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা নির্ধারক পরীক্ষা হলো এই ‘GATE’। গত ৪ই ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত ২৯টি পেপারের ‘GATE’ পরীক্ষার আয়োজন করে আইআইটি কানপুর। পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৬.৮ লক্ষ পরীক্ষার্থী।

ALSO READ :   রাজ্যের ব্লক অফিসে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top