বদলে গেল নিয়ম! প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের অনুমোদন দেবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ!





বদলে গেল নিয়ম

কিছুদিন আগে পর্যন্ত প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুমোদন দিত স্কুল শিক্ষা দফতর। তবে এবার সেই নিয়মে আনা হলো বদল। সম্প্রতি রাজ্য শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

রাজ্য শিক্ষা দফতর সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবার থেকে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুমোদন দেবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। অতীতে এ নিয়ম চালু ছিল। অন্তত ২০১৮ সালের আগে পর্যন্ত এই নিয়মেই নিয়োগ করা হতো প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে সেই নিয়ম পরিবর্তন করা হয়েছিল। সে সময় নিয়ম বদলে প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা দফতরের অনুমোদনকে প্রাধান্য দেওয়া হয়। তবে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ফের পুরনো নিয়মকে ফিরিয়ে আনা হলো।

চাকরির খবরঃ রাজ্যে মি-ডে-মিল প্রকল্পে কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে রাজ্য জুড়ে জটিলতা চলছে। এর মধ্যে প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের নিয়মে বদল আসায় আলোচনা শুরু বিভিন্ন মহলে। অন্যদিকে সরকারের তরফে এটিকে বিকেন্দ্রীকরণের চেষ্টা হিসেবে দেখানো হচ্ছে। জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতি মুক্ত করতে যে এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সূত্রের খবর, আগামীদিনেও প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম চালু রাখা হবে।

ALSO READ :   রাজ্যে কর্মচারী বিমা নিগমে কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top