গ্র্যাজুয়েশন কোর্স এখনই চার বছরের নয়, জানিয়ে দিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু!





ব্রাত্য বসু

জাতীয় শিক্ষা নীতি অনুসারে স্নাতক স্তরের পড়াশোনায় চার বছরের পাঠ্যক্রম আনার প্রসঙ্গ আগেই সামনে এসেছিল। যেখানে তিন বছরের পড়াশোনার পরিবর্তে চার বছরের পাঠ্যক্রমে যুক্ত হবেন পড়ুয়ারা। তবে এই চার বছরের পাঠ্যক্রম চালুর ক্ষেত্রে রাজ্যের সিদ্ধান্ত কি? সম্প্রতি সংশ্লিষ্ট বিষয়ে মতামত স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে চার বছরের পাঠ্যক্রমের নিয়ম কার্যকর হবে নাকি সে বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। এ প্রসঙ্গে শনিবার ভাষামেলায় যোগ দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ‘এই নিয়ে কোনোও কথা বলবো না। চার বছরের স্নাতক কোর্স নিয়ে কমিটি গঠন করবো উপাচার্যদের নিয়ে’। এর সাথে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ম কি ভাবে কার্যকর করা হতে পারে সেই বিষয়ে মতামত দেবে কমিটি। তারপরই এ বিষয়ে বলবেন তিনি।

চাকরির খবরঃ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ

আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট সিস্টেম’ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, এ বিষয়ে পাঠানো হয় বিস্তারিত চিঠিও। এদিন শিক্ষামন্ত্রী বলেন, নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে দরকার প্রয়োজনীয় অর্থ। এছাড়া প্রয়োজন উপযুক্ত পরিকাঠামোরও। তা আদৌ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। সূত্রের খবর, চার বছরের পাঠ্যক্রম চালুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামোয় নজর দেওয়া হবে। এছাড়া বিশেষজ্ঞ কমিটি গড়ে এ বিষয়ে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যের তরফে।

ALSO READ :   SSC: শীঘই ২ হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার

চাকরির খবরঃ IRCTC তে কর্মী নিয়োগ চলছে

join Telegram








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top