IIT Kharagpur: শিক্ষা চর্চায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত! উচ্চশিক্ষায় এবার ‘ভিআর’ প্রযুক্তির প্রয়োগের উদ্যোগ রাজ্যে!





IIT Kharagpur

IIT Kharagpur: বিভিন্ন সময় শিক্ষার প্রসারে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি। নানান সময় নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে শিরোনামে এসেছে প্রতিষ্ঠানটি। আর এবার উচ্চশিক্ষায় ‘ভিআর’ তথা ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তি প্রয়োগের পরিকল্পনা নিয়েছে আইআইটি খড়গপুর।

সূত্রের খবর, উচ্চশিক্ষায় ‘ভার্চুয়াল রিয়্যালিটি’ (VR) প্রযুক্তিকে কাজে লাগাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। গুরুগ্রামের শিক্ষা প্রযুক্তির একটি স্টার্ট আপ সংস্থার সাথে একযোগে শুরু হয়েছে এই উদ্যোগ। এই কারণে খড়গপুরের আইভার ল্যাবটি গুরুগ্রামের শিক্ষা প্রযুক্তি সংস্থা ‘আইএক্সার ল্যাবস’ এর সঙ্গে হাত মিলিয়েছে। ‘ভিআর’ প্রযুক্তিকে কাজে লাগিয়ে সিভিল, মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, সহ ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় মডিউল প্রস্তুত করা হবে।

চাকরির খবরঃ রাজ্যের বিভিন্ন জেলায় রেশন ডিলার নিয়োগ

join Telegram

সংশ্লিষ্ট প্রোগ্রামে মডিউলগুলিতে শিক্ষার্থীদের পঠনপাঠনের জন্য শিল্পক্ষেত্রের নানান দিককে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর দ্বারা উপকৃত হবেন পড়ুয়ারা। এছাড়া মডিউলগুলি খড়গপুরের ‘আইভার ল্যাব’ এর মাধ্যমে দেখতে পাবেন তাঁরা। ইতিমধ্যে খড়গপুর আইআইটির এহেন উদ্যোগ প্রশংসিত হচ্ছে শিক্ষা মহলে। বিশেষজ্ঞদের মতামত, শিক্ষা ক্ষেত্রে ‘ভার্চুয়াল রিয়্যালিটি’ প্রযুক্তির ব্যবহার গবেষণা ও উদ্ভাবনের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

ALSO READ :   জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে শূন্যপদের বিজ্ঞপ্তি, ৩৫ হাজার টাকা প্রতি মাসে বেতন

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top