HS Exam: উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি পর্ষদের, না মানলে পুরো স্কুলের পরীক্ষা বাতিলের সম্ভাবনা

The board issued a set of guidelines on higher secondary examination

HS Exam 2023 Guideline: চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2023) শুরু হতে চলেছে আগামী ১৪ ই মার্চ। তার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কিছু জরুরি নির্দেশ জারি করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। ১৭ দফার এই নির্দেশনামায় পরীক্ষা সম্পন্ন করবার সময় যা যা নিয়ম মানতে হবে, তার যাবতীয় খুঁটিনাটি দেওয়া আছে। এই প্রতিবেদনে সমস্ত নির্দেশিকা সম্বন্ধে আলোচনা করা হল।

১) উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল সহ অন্য কোন ইলেক্ট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থীরা।

পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার আগে সকল বিদ্যালয়গুলিকে নিজেদের ছাত্রছাত্রীদের এই বিষয়ে সতর্ক করে দেবার নির্দেশ দিয়েছে পর্ষদ।

২) পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই জন্য সব পরীক্ষাকেন্দ্রে কাউন্সিল এর তরফে প্রতিনিধি থাকবে।

৩) পরীক্ষা সম্পূর্ণ রূপে শেষ না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষার্থী বা শিক্ষক ও শিক্ষাকর্মীরা পরীক্ষাকেন্দ্রের বাইরে বেরোতে পারবেন না।

৪) প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারি চালাতে হবে। নইলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে পর্ষদ।

ALSO READ :   জাহাজ নির্মান কেন্দ্রে চাকরি, 40 হাজার টাকা থেকে মাসিক বেতন শুরু | Goa Shipyard Limited Recruitment 2023

৫) পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রগুলিতে পুলিসি নিরাপত্তা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

৬) পরীক্ষা কেন্দ্রগুলিতে ভেনু সুপারভাইজাররাও নজরদারি জারি রাখবে যাতে পরীক্ষা চলাকালীন কোন ধরণের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।

৭) কাউন্সিলের সদস্য, ভেনু সুপারভাইজার ও পুলিশের উপস্থিতিতে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

৮) পরীক্ষা চলাকালীন কোন বিদ্যালয়ে ভাঙচুর, টুকলি ইত্যাদি সমস্যার খবর সামনে আসলে সেই কেন্দ্রের পরীক্ষা ও রেজাল্ট সম্পূর্ণ রূপে বাতিল করা হবে।

৯) কাউন্সিলের সদস্য, ভেনু সুপারভাইজার, শিক্ষক ও শিক্ষাকর্মীদের সকাল ৮ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রগুলিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

১০) কোন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্রনিক সামগ্রী পাওয়া গেলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।

১১) পরীক্ষা চলাকালীন শিক্ষক ও শিক্ষাকর্মীদের মোবাইল ব্যবহারও নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।

১২) ভেনু সুপারভাইজারদের পরীক্ষার প্রতি মুহূর্তের তথ্য পর্ষদকে জানাতে হবে।

১৩) পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আসা ও উত্তরপত্র নিয়ে যাওয়ার সময় পুলিশি নিরাপত্তা বাধ্যতামূলক করা হয়েছে।

১৪) কোন পরীক্ষা কেন্দ্রে বড় কোন সমস্যা হলে তার দায়িত্বভার সুপারভাইজারকে বহন করতে হবে।

ALSO READ :   HS | আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক স্তরে পড়ানো হবে দুটি নতুন বিষয়! জানিয়ে দিল সংসদ

১৫) বাইরের কোনো ব্যক্তিকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

১৬) পরীক্ষাকেন্দ্রের আশেপাশে উচ্চস্বরে লাউডস্পিকার বাজানো যাবে না।

১৭) পরিবহণ দফতরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন গুলিতে পর্যাপ্ত পরিমাণে বাস চালানোর কথা বলা হয়েছে। 

এই বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট যে টোকাটুকি, প্রশ্নফাঁস ইত্যাদি অনৈতিক বিষয়গুলিকে বন্ধ করতে বদ্ধ পরিকর পর্ষদ। পরীক্ষার সময় নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না পর্ষদ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 টেলিগ্রাম চ্যানেল: Join Now

এগুলিও পড়ুন- 

💡 প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেবে মোদী সরকার, সবাই পাবে

💡 6% ‘ভিক্ষার দান’ নেবেন না- ১০ মার্চ বাংলা বন্ধের ডাক

💡 প্রাইমারি স্কুলে হেড মাস্টার নিয়োগের নিয়মে বিরাট পরিবর্তন

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top