উচ্চ মাধ্যমিক ২০২৩ । পরীক্ষা কেন্দ্রে এইসব নিয়ম না মানলে পরীক্ষা বাতিল!

উচ্চ মাধ্যমিক ২০২৩

এগিয়ে আসছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি বছরের উচ্চমাধ্যমিক সুষ্ঠুভাবে পরিচালনা করতে তৎপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এর আগে মাধ্যমিক পরীক্ষায় একাধিক নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছিল। আর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য জারি করা হলো ২০ দফা নির্দেশিকা। পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও এইসব নিয়ম মানতে হবে। পরীক্ষার্থীরা এইসব নিয়ম না মানলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উচ্চ মাধ্যমিক ২০২৩

উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যেসব কড়া নির্দেশিকা জারি করা হয়েছে সেগুলি দেওয়া হলো- 

১) উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রের সুরক্ষার্থে প্রত্যেক মেন ভেন্যুতে ২ জন কাউন্সিল নমিনি এবং সাব ভেন্যুতে ১ জন কাউন্সিল নমিনি থাকবেন।

২) পরীক্ষা কেন্দ্রে মোবাইলের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। কেবলমাত্র ভেন্যু সুপারভাইজার ও সেন্টার ইনচার্জ ছাড়া সকলের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকছে। এর সাথে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের গেটে থাকছে পুলিশি পাহারা।

৩) পরীক্ষা শুরুর পর কোনোও শিক্ষক ও শিক্ষাকর্মী পরীক্ষা হলের বাইরে বেরোতে পারবেন না।

৪) প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবেন দুজন করে ইনভিজিলেটর। পরীক্ষার্থীদের কাছে মোবাইল নেই তা নিশ্চিত হওয়ার পরেই প্রশ্নপত্র বিতরণ করা হবে। এনভিজিলেটরের নজরদারিতে কোনোও গাফিলতি থাকলে সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

ALSO READ :   Madhyamik 2023 Alert: ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা অনেকটাই আলাদা, এই বিষয়গুলি না জানলে অসুবিধায় পড়তে পারে পরীক্ষার্থীরা

৫) সংসদের তরফে চিহ্নিত ২৩৫ টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে মানা হয়েছে। সেই সমস্ত জায়গায় থাকবে ‘Electronics gadget checking’ এর ব্যবস্থা।

উচ্চ মাধ্যমিক সাজেশন ডাউনলোড করুন

৬) যে স্কুলের পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাঁদের ফলাফল স্থগিত রাখা হবে। এমনকি সংশ্লিষ্ট স্কুলের স্বীকৃতি বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে।

৭) উচ্চমাধ্যমিক প্রশ্নপত্রের সার্বিক সুরক্ষার দায়িত্ব থাকছে ভেন্যু সুপারভাইজারদের উপর। এই ভেন্যু সুপারভাইজারদের আইডি কার্ড প্রদান করা হবে।

৮) পরীক্ষার প্রশ্নপত্র নিজ দায়িত্বে সুরক্ষিত রাখবেন ভেন্যু সুপারভাইজাররা। প্রশ্নপত্র খোলার সময় উপস্থিত থাকবেন পুলিশ ও একজন কাউন্সিল নমিনি।

৯) প্রতি পরীক্ষা সঠিকভাবে পরিচালনার দায়িত্ব থাকবে কাউন্সিল নমিনিদের উপর। প্রত্যেক পরীক্ষার দিন তাঁরা সকাল আটটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবেন।

১০) মোবাইল ফোন উচ্চমাধ্যমিক পরীক্ষায় কঠোরভাবে নিষিদ্ধ। এ বিষয়ে পরীক্ষার্থীদের সতর্ক করা হবে বলে জানা যাচ্ছে।

join Telegram

১১) পরীক্ষা কেন্দ্রে মোবাইল আনলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।

১২) যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের শিক্ষকরা সেদিন ডিউটিতে থাকতে পারবেন না।

১৩) পরীক্ষা শুরুর এক ঘন্টা পর্যন্ত কোনো পরীক্ষার্থীকে টয়লেটে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। ১২:৪৫ এর আগে পরীক্ষার হল থেকে বেরোতে পারবেন না পরীক্ষার্থীরা।

ALSO READ :   কলকাতা মিউনিসিপ্যাল কার্পোরেশনে নার্স নিয়োগ, আবেদন চলবে ১৫ মার্চ পর্যন্ত

১৪) কোনো পরীক্ষা কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার জন্য দায়ী থাকবেন ভেন্যু সুপারভাইজার।

১৫) ভেন্যু সুপারভাইজারদের উপর দায়িত্ব থাকবে পাঁচটি নির্দিষ্ট কারণে RA করার জন্য-
সেগুলি হলো- ১) পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ, ২) শিক্ষক-শিক্ষিকা নিগ্রহ ৩) পরীক্ষার সময় টূকলি ৪) কোনো পরীক্ষার্থী উত্তরপত্র ছেঁড়া সহ অনৈতিক কাজে যুক্ত থাকলে ৫) বিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করলে। এ নিয়ে RA ফরম্যাট সহ নির্দেশ দেওয়া হয়েছে।

১৬) উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ও লিখিত উত্তরপত্র আনার সময় পুলিশের উপস্থিতি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

১৭) প্রত্যেক ভেন্যু সুপারভাইজারকে সংসদেরর তরফে পাঠানো কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশন ফরম্যাট মেনে চলতে হবে। সেক্ষেত্রে প্রথমে প্রশ্নপত্রের সিল খুলে পৃথক খামে তা আবার সিল করে পরীক্ষা কেন্দ্রে পাঠাতে হবে।

১৮) পরীক্ষার দিনগুলিতে ভেন্যু সুপারভাইজারদের কক্ষে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হবে।

১৯) ভেন্যু সুপারভাইজারদের জন্য একটি এগজ়ামিনেশন কনফিডেন্সিয়াল ফরম্যাট পাঠানো হবে কোনোও অপ্রীতিকর ঘটনা ঘটলে তা সংশ্লিষ্ট ফরম্যাটে উল্লেখ করবেন তিনি।

২০) সংসদের তরফে পাঠানো নির্দেশিকা সকলকে সঠিকভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রথম থেকেই সতর্ক থাকছে সংসদ। পরীক্ষা সংক্রান্ত বিতর্ক এড়াতে গৃহীত হচ্ছে একাধিক নিয়ম নীতি ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ALSO READ :   অবশেষে রাজ্য জুড়ে 738 জন লাইব্রেরিয়ান নিয়োগ, জানুন বিস্তারিত -WB Librarian Recruitment

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top