ICSE: শুরু হচ্ছে আইসিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা! পরীক্ষার নির্দেশিকা সম্বন্ধে জেনে নিন





ICSE

শুরু হচ্ছে ICSE (ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন) এর দশম শ্রেণীর পরীক্ষা।
এদিন ২৭শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে চলবে মার্চ মাস পর্যন্ত। সম্প্রতি আইসিএসই বোর্ডের পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে।

পরীক্ষার নির্দেশিকায় কি জানানো হয়েছে?

১) প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময় পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। কোনোও ব্যতিক্রমী পরিস্থিতি বাদে এক ঘন্টার বেশি দেরিতে পৌছনো পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না।
২) পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্র থেকে বেরোনোর অনুমতি মিলবে না পরীক্ষার্থীদের।
৩) পরীক্ষার জন্য নীল অথবা কালো রঙের কলম ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা।
৪) উত্তরপত্রের উভয় দিকে পরীক্ষার্থীদের লিখতে হবে ও অ্যানসার বুকলেটের ডানদিকে ও বামদিকে একটি মার্জিন ছাড়তে হবে।

FB Join

৫) বাঁদিকের মার্জিনে পরিষ্কার করে প্রশ্নের নম্বর লিখতে হবে।

৬) পেপারের ওপর দেওয়া প্রতিটি নির্দেশ ভালো ভাবে পড়ে নিতে হবে পরীক্ষার্থীদের।

৭) প্রাইমারি উত্তরপত্রের ওপরের শিটে সাক্ষর করবেন পরীক্ষার্থীরা।

৮) পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

ALSO READ :   রাজ্যের CMOH অফিসের অধীনে চাকরি, পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আবেদন করা যাচ্ছে

৯) পরীক্ষার সময়সীমা শেষ হলে উত্তরপত্রগুলিকে সঠিকভাবে সাজিয়ে জমা দিতে হবে।

১০) যে বিষয়ে পরীক্ষা দিতে এসেছেন সেই বিষয়ের পরিবর্তে অন্য কোনও বিষয়ের প্রশ্নপত্র পেলে তৎক্ষণাৎ পরীক্ষককে জানানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষার প্রথম দিনে থাকছে ইংরেজি (পেপার ১) এর পরীক্ষা। পরীক্ষার নির্ধারিত সময়সীমা ২ ঘন্টা। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের তরফে  পরীক্ষার জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছে তা অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নেবেন পরীক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীন দিনগুলিতে এই নির্দেশিকা মেনে চলতে হবে। নির্দেশিকা সহ বিস্তারিত জানতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।

join Telegram








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top