JEE Main: জেইই ছাড়াই আইআইটিতে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা! কিভাবে? জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত





JEE Main

দেশের পড়ুয়াদের জন্য গৃহীত হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবার জয়েন্ট এন্ট্রান্স একজ়ামিশন (JEE) ছাড়াই আইআইটিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে পড়ুয়াদের। সম্প্রতি আইআইটি মাদ্রাজে শুরু হলো চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (বিএস) ডিগ্রি কোর্স। এখানে ভর্তি হতে জেইই পাশ করতে হবে না পড়ুয়াদের।

ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজে ইলেকট্রনিক্স এর অধীনে নতুন বিএস কোর্স শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি আইআইটি মাদ্রাজে কোর্সটির উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পড়ুয়ারা দ্বাদশ শ্রেণী পাশের পর জেইই মেন পরীক্ষার নম্বর ছাড়াই সংশ্লিষ্ট কোর্সটিতে ভর্তির আবেদন জানাতে পারবেন। তবে আবেদনরত প্রার্থীদের চার সপ্তাহের যোগ্যতা প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হতে হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে সেরা ১০ টি চাকরির খবর

join Telegram

সংশ্লিষ্ট ডিগ্রি কোর্সটি একটি অনলাইন কোর্স। এখানে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করানো হবে পড়ুয়াদের। থিওরি ও প্র্যাকটিকাল দুভাবেই হবে পড়াশোনা। এই কোর্সটি থেকে পড়ুয়ারা ফাউন্ডেশন লেভেল সার্টিফিকেট, ডিপ্লোমা, অথবা বিএস ডিগ্রি লাভ করতে পারবেন। কোর্সটিতে পড়াশোনার পর ইলেকট্রনিক্স সহ বিভিন্ন বিভাগে কর্মসংস্থানের সুযোগ পাবেন পড়ুয়ারা। প্রসঙ্গত, এটি আইআইটি মাদ্রাজের দ্বিতীয় অনলাইন বিএস কোর্স। বর্তমানে কোর্সটির লক্ষ্য ভারতে ইলেকট্রনিক্স এবং এমবেডেড ম্যানুফ্যাকচারিং সেক্টরে স্নাতকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ।

ALSO READ :   জেলা আদালতে ক্লার্ক নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন

ANM & GNM Book 2023

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top