বিরাট কর্মসংস্থানের সুযোগ! রাজ্যে আসছে তথ্য প্রযুক্তি সংস্থা INFOSYS





বিরাট কর্মসংস্থানের সুযোগ!

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। অতি শীঘ্রই পশ্চিমবঙ্গে আসতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা ‘ইনফোসিস’। এ বিষয়ে সম্প্রতি অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করে জানিয়েছে সংস্থা। সূত্রের খবর, প্রথম পর্যায়ে ‘ইনফোসিসের’ প্রকল্পে লগ্নি হতে পারে প্রায় ২০০ কোটি টাকা।

কিছুদিন আগেই ‘ইনফোসিস’ এর তরফে ট্যুইট বার্তায় বলা হয়, ‘আমরা কলকাতায় আসছি! খুব তাড়াতাড়ি আমাদের অফিসে স্বাগত জানাবো।
চাকরির সুযোগের দিকে নজর রাখুন’। সূত্রের খবর, রাজারহাটের মানি কাসাডোনায় প্রায় ৪০ হাজার বর্গ ফুটের অফিস নিয়েছে সংস্থা। এখানে প্রাথমিকভাবে ৩০০-৪০০ লোকের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ
উচ্চ মাধ্যমিক পাশে শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ
এপ্রিল মাসের সমস্ত চাকরির খবর

প্রসঙ্গত, দেশের অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। গত দুই-তিন বছর আগের থেকেই ইনফোসিসের কলকাতায় আসার কথা হয়েছিল। তবে নানান কারণে তা কার্যত পিছিয়ে যায়। তবে এবার সংস্থার তরফে স্পষ্ট করে কলকাতায় অফিস খোলার কথা জানানো হয়েছে। তবে নির্দিষ্ট সময়কাল এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, শীঘ্রই এ বিষয়ে পরবর্তী ঘোষণা করবে ইনফোসিস।

ALSO READ :   পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কী? | পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম

বিরাট কর্মসংস্থানের সুযোগ

 








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top