Jadavpur University | যাদবপুরের ক্যাম্পাসে চলছে ‘GATE’ এর কোচিং সেন্টার! জরুরি বৈঠক ডাকলো কর্তৃপক্ষ!





Jadavpur University

ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা ‘গেট’ এর দুটি কোচিং সেন্টার চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বাইরে থেকে পড়তে আসছেন পড়ুয়ারা। দীর্ঘ দিন ধরে এই কোচিং সেন্টার নিয়ে অভিযোগ তুলেছিলেন পড়ুয়া ও শিক্ষকদের একাংশ। কিন্তু পদক্ষেপ হয়নি কিছুই। তবে এবার সংশ্লিষ্ট বিষয়ে জরুরি বৈঠক ডাকা হলো কর্তৃপক্ষের তরফে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ‘ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স’ এর একটি ভবন আর একতলায় রয়েছে ‘এইচএল রায় অডিটোরিয়াম’। সূত্রের খবর, দুদিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতত্ত্ব বিভাগের অনুষ্ঠান চলছিল সেখানে। তবে বুধবার অনুষ্ঠানের শেষ দিনে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় ধরে অনুষ্ঠান চলায় অতিরিক্ত টাকা চাওয়া হয়। ঘটনাটি নিয়ে শুরু হয় তীব্র বচসা। সাথে দুটি কোচিং সেন্টারের হোর্ডিংও ভেঙে ফেলার অভিযোগ উঠে।

চাকরির খবরঃ রাজ্যের DM অফিসে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ

join Telegram

বিশৃঙ্খলার খবর আসতে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। ঘটনা প্রসঙ্গে তিনি জানান, শুধুমাত্র কোচিং সেন্টার চালানো নয় বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা ভবনের খানিকটা অংশ বাড়ানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়েই! ইউনিভার্সিটি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এরপর জানান, ব্যবসায়িক ভিত্তিতে কোচিং সেন্টার চালানোয় বিরোধিতা করা হয়েছিল আগেই। তবে এবার এই কোচিং সেন্টার বন্ধর ব্যবস্থা করা জরুরি। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনার জন্য বৈঠক ডাকা হয়েছে। এ বিষয়ে আগামী দিনে কি সিদ্ধান্ত হয় তাই এখন দেখার।

ALSO READ :   বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, এক নজরে দেখে নিন

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top