রাজ্যের স্কুলে গেস্ট টিচার নিয়োগ, আবেদন চলবে ৬ মার্চ পর্যন্ত





রাজ্যের স্কুলে গেস্ট টিচার নিয়োগ

পশ্চিমবঙ্গ আদিবাসি করলাম ও শিক্ষা পরিষদের অধীনস্থ একলব্য মডেল রেসিডেন্টাল স্কুলে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- 292/PO-DWJ/BCW
পদের নাম- Guest Teacher
মোট শূন্যপদ- ২ টি। (Physics, Economics)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ B.Ed পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ১২ হাজার টাকা।

চাকরির খবরঃ রাজ্যের জেলা পরিষদে কর্মী নিয়োগ

join Telegram

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।

চাকরির খবরঃ DRDO -তে বিনামূল্যে প্রশিক্ষণ

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Project Officer cum-District welfare officer, Backward classes welfare & Tribal Development Department, shivaji Road, Hakimpara, PO & Dist-Jalpaiguri, PIN-735101
আবেদনের শেষ তারিখ- ৬ মার্চ, ২০২৩

ALSO READ :   জাতীয় স্বাস্থ্য মিশনে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জেলায় পোস্টিং -WB Health Recruitment

FB Join

Official Notification: Download Now
Official Website: Click Here








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top