JEE Main Result | প্রকাশ পেল জেইই মেন পরীক্ষার পেপার ২ এর ফলাফল!





JEE Main Result

জয়েন্ট এন্ট্রান্স মেন (JEE Main) পরীক্ষার পেপার ২ B.Arch ও B.Planning -এর ফলাফল প্রকাশ করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। জেইই মেন পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.nic.in) -এ গিয়ে ফলাফল দেখে আসতে পারবেন।

JEE Main Result Published

রেজাল্ট দেখবেন কিভাবে?

১) জেইই মেন পরীক্ষার পেপার ২ এর ফলাফল দেখতে হলে পরীক্ষার্থীদের প্রথমে (jeemain.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এবার হোমপেজের অন্তর্গত ‘JEE (Main)- 2023 Session 1: Paper 2 Result’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এরপর সেখান থেকে রেজাল্ট দেখার লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৪) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৫) এরপর পরীক্ষার ফলাফল স্ক্রিনে দেখতে পাবেন।

৬) রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন পরীক্ষার্থীরা।

FB Join

জেইই মেন সেশন ১ এর পেপার 2A এবং 2B এর পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল জানুয়ারির ২৮ তারিখ নাগাদ। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। এবার প্রকাশ পেল পরীক্ষার ফলাফল। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে জেইই মেন এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

ALSO READ :   ইন্ডিয়ান পোষ্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ

join Telegram

JEE Main Result: Click Here








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top