SSC Scam: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হলো আরও ৮৪২ জন গ্রুপ- সি প্রার্থীর!





নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল প্রার্থীর সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আর এবার বাতিলের পথে আরও ৮৪২ জন গ্রুপ সি প্রার্থীর চাকরি। এদিন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে সুপারিশপত্র বাতিল হলো ৭৮৫ জন প্রার্থীর। এর সাথে এসএসসির সুপারিশপত্র ছাড়া নিয়োগ পাওয়ার অভিযোগে নিয়োগ বাতিল হলো ৫৭ জন প্রার্থীর।

নিয়োগ দুর্নীতি কান্ডে বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় ৭৮৫ জন গ্রুপ সি প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দেন এসএসসিকে। এরপরেই স্কুল সার্ভিস কমিশন সংশ্লিষ্ট প্রার্থীদের সুপারিশপত্র বাতিল করলো। এদিন তালিকা প্রকাশ করে বিস্তারিত জানিয়েছে কমিশন। অন্যদিকে, এসএসসি সুপারিশপত্র ছাড়া ৫৭ জন গ্রুপ সি প্রার্থীর অবৈধ নিয়োগ পাওয়ার অভিযোগ আসতে দুই ঘন্টার মধ্যে সেই সকল প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি। এসএসসি তালিকা প্রকাশ করলে তাঁদের নিয়োগপত্র বাতিলের নির্দেশ দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদকে।

চাকরির খবরঃ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে ৬৩৮ শূন্যপদে নিয়োগ

join Telegram

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই সকল প্রার্থীরা স্কুলের কোনোও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। অর্থাৎ এই সকল প্রার্থীদের স্কুলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। প্রসঙ্গত, সংশ্লিষ্ট প্রার্থীদের বেতন ফেরতের নির্দেশ এখনও দেননি বিচারপতি।

ALSO READ :   বিনামূল্যে এই কাজ করে আয় হবে লক্ষ লক্ষ টাকা, বেকারত্ব দূর করুন এক্ষুনি -Self Income Tips

ANM & GNM Book 2023

Official List: Download Now

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top