Group D Scam: ২৮২০ জন গ্রুপ- ডি প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!





Group D Scam

রাজ্যে প্রায় সমস্ত চাকরির নিয়োগে দুর্নীতির কালো ছায়া! গ্রুপ -ডি’র নিয়োগ পরীক্ষাও বাদ যায়নি সেখানে। এর আগেই গ্রুপ ডি পদের নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে। আর এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ ডি পদে নিয়োগ পাওয়া প্রায় ২৮২০ জন অযোগ্য প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিলেন।

অন্যান্য পদের নিয়োগের মতো গ্রুপ ডি পদের নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (উত্তরপত্র) কারচুপির অভিযোগ ওঠে। আর এই নম্বর জালিয়াতির মাধ্যমেই নিয়োগ দেওয়া হয়েছিল হাজার হাজার অযোগ্য প্রার্থীদের। তবে এদিন গ্রুপ ডি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসিকে সরাসরি নির্দেশ দেন, আগামীকালের মধ্যেই সংশ্লিষ্ট প্রার্থীদের চাকরি বাতিল করতে হবে! সেক্ষেত্রে আগামীকাল বেলা ১২টার মধ্যে সংশ্লিষ্ট ২৮২০ জন প্রার্থীর তালিকা সম্বলিত বিস্তারিত হলফনামা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই হলফনামা পেশের কিছু সময়ের ব্যবধানে তা ওয়েবসাইটে আপলোড ও সুপারিশপত্র বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে।

Primary TET Final Answer Key: Download Now

join Telegram

প্রসঙ্গত, এদিন ২০১৬ সালের নবম-দশম শ্রেণীর আটশোর বেশি শিক্ষকদের নিয়োগে দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছে এসএসসি। কমিশন জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট প্রার্থীদের চাকরি বাতিলের প্রক্রিয়া পর্যায়ক্রমে শুরু করা হবে।

ALSO READ :   HS Examination 2023: উচ্চমাধ্যমিকের প্রশ্ন বিভ্রাট! এডুকেশন প্রশ্নপত্রে রইলো ভুল 'অপশন'!

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top