KVS Exam 2023: বিভিন্ন পরীক্ষার অ্যানসার কি প্রকাশ করলো কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন!





KVS Exam 2023

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফে বিভিন্ন পরীক্ষার ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয়েছে। যার মধ্যে রয়েছে Assistant Commissioner, প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল, ও PRT (Music) পদে নিয়োগ পরীক্ষার অ্যানসার কি। পরীক্ষার্থীরা (kvsangathan.nic.in) ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট অ্যানসার কি দেখে নিতে পারবেন।

‘অ্যানসার কি’ দেখবেন কিভাবে?

১) পরীক্ষাগুলির ‘অ্যানসার কি’ দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (kvsangathan.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর হোমপেজের অন্তর্গত ‘অ্যানসার কি’ দেখার লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এবার নির্দিষ্ট পরীক্ষার লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে সাবমিট করতে হবে।
৪) এরপর স্ক্রিনে সংশ্লিষ্ট ‘অ্যানসার কি’ দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৫) এবার এই ‘অ্যানসার কি’ ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে।

চাকরির খবরঃ কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ

join Telegram

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফে Assistant Commissioner, প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল, ও PRT (Music) পদে নিয়োগের পরীক্ষাগুলির আয়োজন করা হয়েছিল ফেব্রুয়ারির ৭, ৮, ও ৯ তারিখ নাগাদ। আর এবার পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করলো সংগঠন। এরপর আরও বেশ কিছু পদে নিয়োগের পরীক্ষার আয়োজন করা হবে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন পরীক্ষার্থীরা।

ALSO READ :   লক্ষী ভান্ডারের পাশাপাশি কেন্দ্র সরকারের নতুন এক প্রকল্পের রাজ্যের নারীরা পেয়ে যাবেন 1000 করে টাকা

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top