IIT Khargapur: বিশ্ব বিখ্যাত ইউনিভার্সিটির সাথে মৌ সাক্ষর খড়গপুরের! বিশেষ সুবিধা পাবেন পড়ুয়ারা





IIT Khargapur

বিভিন্ন সময়ে নানান নজির গড়ে শিরোনামে এসেছে খড়গপুর আইআইটি। বর্তমানে দেশের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে এই প্রতিষ্ঠান। সম্প্রতি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে একাধিক বিষয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা এনেছে রাজ্যের আইআইটি প্রতিষ্ঠানটি। আর এবার বিশ্ব বিখ্যাত ইউনিভার্সিটির সাথে মৌ সাক্ষর করলো খড়গপুর।

জানা যাচ্ছে, স্কটল্যান্ডের এডিনবার্গ ইউনিভার্সিটির সাথে মৌ সাক্ষরিত হয়েছে খড়গপুরের। এর ফলে শিক্ষা প্রসারের বেশ কিছু ক্ষেত্রে এডিনবার্গ ইউনিভার্সিটির সাথে যৌথভাবে কাজ করবে খড়গপুর। সেক্ষেত্রে পাঠদান, শিক্ষাক্ষেত্রের নানান আবিষ্কার ও গবেষণামুলক ক্ষেত্রে যৌথ পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণের ব্যবস্থা করা হবে। এই মউ সাক্ষর হওয়ার ফলে বিশেষ সুবিধা পাবেন পড়ুয়ারাও। জানা যাচ্ছে, খড়গপুর আইআইটির পড়ুয়ারা এবার এডিনবার্গ ইউনিভার্সিটিতে গিয়ে ট্রেনিংও নিয়ে আসতে পারবেন।

চাকরির খবরঃ এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, এই চুক্তি হওয়ার ফলে খুশি খড়গপুরের পড়ুয়ারাও। সূত্রের খবর, সংশ্লিষ্ট চুক্তির মেয়াদ পাঁচ বছর। এর আগে খড়গপুর আইআইটি ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয় যৌথভাবে নানান কর্মসূচির আয়োজন করেছে। তবে এবার চুক্তি সাক্ষরের ফলে তা শিক্ষার প্রসারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা ইতিমধ্যেই ধারণা করা যাচ্ছে।

ALSO READ :   উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ে একাধিক পদে কর্মী নিয়োগ , মাসিক বেতন ২ লক্ষ টাকা -NBU Job Recruitment

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top