কলকাতা পৌরসভায় এইট পাশে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা

কলকাতা পৌরসভায় এইট পাশে কর্মী নিয়োগ

কলকাতা পৌরসভায় এনালিস্ট ও ড্রাইভার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

Employment No- H/04/KMC/2022-23
পদের নাম– Analyst
মোট শূন্যপদ– ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Chemistry/ Biochemistry/ Microbiology/ Dairy Chemistry -এ Graduate Degree করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা।

চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

join Telegram

পদের নাম- Driver
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই এইট পাশ করে থাকতে হবে। এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- প্রার্থীর বয়স ২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ১১,৫০০/- টাকা।

ALSO READ :   পরীক্ষা ছাড়াই রাজ্যে শিক্ষক, গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত -WB Govt Recruitment

চাকরির খবরঃ মার্চ মাসে ১৫ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান- Room No. 137, 1st Floor Cheif Municipal Health Officer, CMO Bldg, 5,S.N Banarjee Road, Kolkata-700013
ইন্টারভিউ তারিখ- ২১ মার্চ, ২০২৩

FB Join

Official Notification: Download Now
Official Website: Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top