
1/9: রাজ্যে তৃণমূল সরকারের তরফে বাংলার নারীদের জন্য যেসব কার্যকরী প্রকল্প আছে, তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প। তবে এবারে এই প্রকল্পে সরকার নিয়ে এলো একাধিক নতুন নিয়ম। এই নিয়মগুলো মানা না হলে টাকা ঢুকবে না অ্যাকাউন্টে, এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
2/9: লক্ষীর ভান্ডার প্রকল্পে ২৫ বছর থেকে ৬০ বছর বয়সী মহিলারা তাদের নিজেদের ক্যাটাগরি অনুযায়ী ৫০০ টাকা এবং ১০০০ টাকা অনুদান পেয়ে থাকেন। এখানে জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মহিলারা প্রত্যেক মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা প্রত্যেক মাসে ১০০০ টাকা করে অনুদান পেয়ে থাকেন।
3/9: তবে এবার রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ২০২৩ সাল থেকে ৬০ বছরের অধিক বয়সী মহিলারাও এই লক্ষীর ভান্ডারের আওতায় বার্ধক্য ভাতার টাকা পাবেন। অর্থাৎ, ৬০ বছরের বেশি বয়স্ক মহিলাদের আলাদা আর বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না। বর্তমানে যেসমস্ত মহিলারা বর্তমানে লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় ৫০০ টাকা করে পেয়ে থাকেন, তারা ৬০ বছরের পর এই প্রকল্পের আওতায় ১০০০ টাকা করে পাবেন।
4/9: এবার এই লক্ষীর ভান্ডার সংক্রান্ত অনিয়ম বন্ধ করার জন্য রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এই রকম নির্দেশিকা গত বছর অর্থাৎ ২০২২ সালের একেবারে শেষদিকে আরও একবার জারি করা হয়েছিল। এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সংক্রান্ত সমস্ত কার্যক্রম নতুন জারি করা নির্দেশিকা অনুসারে পরিচালিত হবে।
যে দুটি কারনে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না
5/9: রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এতদিন যে সব আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নম্বর একসাথে লিঙ্ক করা ছিল না তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অনুদান পেতেন। শুধু তাই নয়, এতদিন যেসমস্ত আবেদনকারীদের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল তাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অনুদান প্রদান করা হতো সরকারের তরফে।
5/9: তবে নির্দেশিকাতে স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে যেসমস্ত মহিলাদের আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর একসাথে লিঙ্ক করা থাকবে না তারা কোনোভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে কোনও আর্থিক অনুদান পাবেন না। এবার থেকে যে যেসকল মহিলাদের সিঙ্গেল অ্যাকাউন্ট রয়েছে তারাই কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন।
7/9: ২০২২ সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে রাজ্যব্যাপী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনেকগুলো ক্যাম্প আয়োজন করা হয়েছিল। সেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্মের পাশাপাশি মহিলাদের আধার প্রমাণিকরণের একটি ফর্ম জমা দিতে হয়েছিল। আগামী দিনেও লক্ষ্মীর ভান্ডারে আবেদন জানাবার জন্য মহিলাদের এই ফর্ম জমা দিতে হবে। জানানো হয়েছে, আধার প্রমাণিকরণের এই ফর্ম ছাড়া কোনোভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করা হবে না।
8/9: উপরের শর্তগুলো না মানার পরেও যদি কোনোক্ষেত্রে আবেদনপত্র জমা নেওয়া হয়, তাহলেও সেইসব মহিলারা কোনোভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক অনুদান পাবেন না। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, এতদিন বহু সংখ্যক মহিলা তাদের বয়সের নথি জাল করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছিলেন। তবে আগামী দিনে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার জন্যই রাজ্য সরকারের তরফে এই আধার প্রমাণিকরণের ফর্ম জমা দেওয়া কার্যকরী করা হয়েছে।
9/9: প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই রাজ্য জুড়ে আবারও দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করা হবে। তাই, আগামী দিনে যেসব মহিলারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে চান, তারা উপরের শর্তগুলো মেনে আবেদন করবেন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
এগুলিও পড়ুন 👇👇
💡 মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কড়া নিয়ম জারি
💡 প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেবে মোদী সরকার
💡 প্রাইমারি স্কুলে হেড মাস্টার নিয়োগের নিয়মে বিরাট পরিবর্তন