Madhyamik 2023 Alert: ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা অনেকটাই আলাদা, এই বিষয়গুলি না জানলে অসুবিধায় পড়তে পারে পরীক্ষার্থীরা

Madhyamik exam 2023 is very different, candidates may face difficulties if they do not know these topics

Madhyamik 2023 Last Minute Update: ছেলেমেয়েদের জীবনে প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। আর মাঝে একটা দিন। ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। চলবে ৪ মার্চ পর্যন্ত। এবারের মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে চার লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়টি আলোচনার শিরোনামে উঠে এসেছে। হঠাৎ কেন এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী কমে গেল তা নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। তবে এই মুহূর্তে সেসব নিয়ে আলোচনা না করে সকলেরই নজর পরীক্ষার দিকে। কারণ ছাত্র-ছাত্রীরা যেমন ভালোভাবে পরীক্ষা দিতে চাইছে তেমনই মধ্যশিক্ষা পর্ষদ সহ বাকি সমস্ত প্রশাসনিক আধিকারিক চাইছেন সফলভাবে এবং নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যাক।

এবারের মাধ্যমিক পরীক্ষা ঘিরে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এবারের মাধ্যমিক পরীক্ষা নানান কারণে আগের থেকে অনেকটাই আলাদা। এইবার নতুন কী কী হচ্ছে এবং পরীক্ষার্থীদের কোন বিষয়গুলি নিয়ে সতর্ক থাকতে হবে তা আমরা পয়েন্ট আকারে তুলে ধরছি। পরীক্ষায় বসার আগে এই বিষয়গুলির সম্বন্ধে পরীক্ষার্থীরা সচেতন থাকলে তাদের সুবিধা হবে বলে আমাদের মনে হয়।

• মাধ্যমিক পরীক্ষায় বরাবরই নিরাপত্তার কড়াকড়ি থাকে। কিন্তু এবার টুকলি সহ পরীক্ষা কেন্দ্রে যে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে তিনটি করে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যে ক্যামেরার মাধ্যমে কলকাতায় মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুম থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের উপর নজর রাখা হবে। এছাড়াও জিপিএস ব্যবস্থার মাধ্যমে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালাবে পর্ষদ।

ALSO READ :   অবশেষে শুরু হচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া, কবে থেকে ভর্তি জেনে নিন

• এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রে দু’জন করে কনস্টেবলকে মোতায়েন করা থাকবে। মধ্যশিক্ষা পর্ষক স্পষ্ট জানিয়ে দিয়েছে কোন‌ও সিভিক ভলেন্টিয়ারকে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে মোতায়ন করা চলবে না। পুলিশ কনস্টেবলদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করতে হবে এবং তাঁরাও খুব জরুরি প্রয়োজন ছাড়া স্মার্টফোন পরীক্ষা কেন্দ্রের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

• পিছনের দরজা দিয়ে পরীক্ষার্থীদের টুকলি সাপ্লাই ঠেকাতে এবার প্রতিটি পরীক্ষাকেন্দ্রের সদর দরজা খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে পর্ষদের পরিদর্শক দল কোনরকম আগামবার্তা না দিয়েই সোজা পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢুকে দেখতে পারে সেখানকার প্রকৃত অবস্থা কী।

• উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম মাধ্যমিক পরীক্ষার ইনভিজিলেটর বা গার্ডের দায়িত্বে থাকবেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা। কারণ ওই জেলার গ্রামীণ এলাকায় পর্যাপ্ত শিক্ষক নেই। সেই অভাব পূরণের জন্যই প্রাথমিক স্কুলের শিক্ষকদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• মালদহ, মুর্শিদাবাদ, উত্তরদিনাজপুরের মত জেলাগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে। কারণ এই জেলাগুলিতে প্রতিবছরই মাধ্যমিক পরীক্ষায় টুকলির অভিযোগ ওঠে।

• মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোন‌ও অসুবিধা না হয় তার জন্য ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে বেশ কয়েক দফায় আলোচনা সেরে নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার দিনগুলিতে সকালে ট্রাফিক ব্যবস্থাকে একেবারে মসৃণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে পরীক্ষার্থীদের কোন‌ও রকম অসুবিধা সম্মুখীন হতে না হয়।

ALSO READ :   অনেকগুলি রাজ্যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, অনলাইনের মাধ্যমে আবেদন করুন

• মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনগুলি সকালের দিকে প্রতিটি স্টেশনে থামবে। পরীক্ষার্থীদের সুবিধার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।

• মাধ্যমিক পরীক্ষার্থীদের কোন‌ও সমস্যায় পড়তে হলে দ্রুত পুলিশসহ প্রশাসনকে এগিয়ে এসে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে।

• পরীক্ষার্থীরা কোনরকম ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এমনকি যারা কানে কম শোনে তাদের হিয়ারিং এইড ব্যবহারের জন্য পরীক্ষা শুরুর আগে পরিদর্শকের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে।

• এবারের মাধ্যমিক পরীক্ষায় অতীতের মত আবার অন্য স্কুলে সিট পড়েছে। কোন‌ও স্কুলের পরীক্ষার্থীরা যদি পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করে তবে সংশ্লিষ্ট স্কুলকে ক্ষতিপূরণ দিতে হবে। আর তা না দিলে অভিযুক্ত স্কুলের ছাত্রদের পরীক্ষার রেজাল্ট আটকে দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

• সেন্টার ইনচার্জ সহ পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকদের মধ্যশিক্ষা পর্ষদের নতুন তৈরি অ্যাপের মাধ্যমে সর্বসময় পরিস্থিতির আপডেট দিতে হবে।

মাধ্যমিক পরীক্ষার্থীরা কোন‌ও সমস্যায় পড়লে নিচে দেওয়া পর্ষদের হেল্পলাইনে যোগাযোগ করবেন-

+৯১৩৩২৩২১৩৮৭২, +৯১৩৩২৩৫৯২২৭৪
পর্ষদ সভাপতির অফিসের নম্বর- +৯১৩৩২৩২১৩০৮৯, সচিবের দফতরের নম্বর +৯১৩৩২৩২১৩৮১৬।
পর্ষদকে প্রয়োজনে আপনি ই-মেল করতে পারেন– [email protected]
মেদিনীপুর আঞ্চলিক কার্যালয়ের নম্বর- ৯১৪৭১৩৫৭৫২, ৯৪৭৬৩০২৬৮০
বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের নম্বর- ৯১৪৭১৩৫৭৪৭, ৯৪৭৪০২১১৩৫
উত্তরবঙ্গ আঞ্চলিক কার্যালয়ের নম্বর- ৯১৪৭১৩৫৭৪৮, ৯৬০০৯১৬১৪১
কলকাতার মধ্যে কোনও সমস্যায় পড়লে আঞ্চলিক কার্যালয়ে নম্বর হল- ৯১৪৭১৩৫৭৪৯, ৮৯৮১৮৩৩৮৯৮।

ALSO READ :   HS Result 2023: ঘোষণা হয়ে গেল উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশের তারিখ!

WHATSAPP GROUP: Click Here

✅ TELEGRAM GROUP: Click Here

🔥 আরো আপডেট- Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top